1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শেষতক কি হয় দেখার বিষয়! - মুক্তকথা
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন

শেষতক কি হয় দেখার বিষয়!

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৬৬৭ পড়া হয়েছে

বিদায়ের মুখে ২০১৮ সাল। খৃষ্ঠীয় জগৎ বড়দিনের উৎসব নিয়ে মাতোয়ারা। ২০১৯ এলো বলে।  গেল একবছরে আমাদের  সমাজ, রাজনীতি, অর্থনীতি,  বায়ূমণ্ডল ও আবহাওয়ায় অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে। কাহিনীকারদের ভাষায় বলতে গেলে বলতে হয়- ‘নদীতে অনেক জল গড়িয়েছে’। বিশ্বশক্তিধর আমেরিকা সংকটে তাদেরই নির্বাচিত প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। আরেক বিশ্বশক্তিধর বৃটেন জর্জড়িত তাদেরই সৃষ্টি ইউরোপীয়ান ইউনিয়ন নিয়ে।
ভারত-পাকিস্তান বিগত ৭১ বছরেও  সমাধান করতে পারেনি তাদের দখলিকৃত কাশ্মীর সমস্যার। দেশের ভেতরে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত তিনজনই নাকানি-চুবানী খাচ্ছেন মৌলবাদের হাতে। পাকিস্তানের অবস্থা ত্রিশঙ্কু। কাশ্মির, মৌলবাদ আর সামরিকশাসন। তিন দেশের আনুপাতিক হারে ভারতের অবস্থা  কিছুটা ভাল হলেও তাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রনীতি নরেন্দ্র মোদির সরকারের হাতে কতটুকু নিরাপদ তা আমাদেরতো ভাববার বিষয়ই বটে তাদেরও কম ভাবাচ্ছেনা।
এমনিতেই মৌলবাদের দাপটে বাংলাদেশ প্রকম্পিত। এ অবস্থার মাঝেই মুক্তিযুদ্ধ বিরুধী বলে খ্যাত একটি রাজনৈতিক পক্ষ ভোট তদারকির নামে সামরিক বাহিনীকে মাঠে নামানোর দাবী জানিয়েছেন। অবস্থায় মনে হয় তারা পাকিস্তানী চিন্তা চেতনা এখনও লালন করছেন। পাকিস্তানের মত এখানেও তারা যুগ যুগ সামরিক শাসন দেখতে উৎসাহী। অথচ তারাই আবার দেশে গণতন্ত্র নেই বলে জোর গলায় গণতন্ত্রের দোহাই দেন। এমন অবস্থায় গোঁদের উপর বিষফোঁড়ার মত কাঁদে ছড়ে বসেছে রোহিঙ্গাদের পাঠিয়ে দিয়ে মায়ানমার। যে দায়ে ভারতেরও অংশ থাকার কথা সেখানে রোহিঙ্গারা একেবারে বগলের রাষ্ট্র ভারতের দিকে না গিয়ে উঠেছে এসে বাংলাদেশের কাঁধে। এমন হিমসিম অবস্থায় বছরের শেষদিন হতে যাচ্ছে বাংলাদেশে নির্বাচন। কে হারে কে জিতে এমনই অবস্থা! একপক্ষ বলছেন আমাদেরকে ভোট দিয়ে জিতিয়ে আনুন নতুবা স্বাধীনতা বিরুধীরা দেশে আবার পতাকা উড়াবে। অপরপক্ষ বলছে গণতন্ত্র ও স্বাধীনতা বিপন্ন। স্বাধীনতার স্বার্থে গণতন্ত্রকে পুনঃরুদ্ধার করতে হলে আমাদেরকে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন। বড় বড় এ দু’দলের হুমকি ধামকিতে মূল ভোটার সাধারণ মানুষ কিকর্তব্যবিমূঢ় অবস্থায়। কোন হালে হাত লাগাবে? বিপদ যত বড় নয় রাজনীতিকেরা তাদের স্বার্থে বিপদকে ভয়ঙ্কর বানিয়ে তুলছেন। কাল বাদ পরশু আমাদের বিজয় দিবস। কিন্তু রাজনীতিবিদদের ভোটযুদ্ধের কারণে বিজয় আনন্দের উত্তেজনা কেমন ফিকে হয়ে গিয়ে ভোটযুদ্ধে উন্মাদনা জাগাচ্ছে। এতোসব তাল-বেতালের পরও ইংরাজী নতুন বছরের আগমনে আমরা সকলের শুভ কামনা করি। শেষতক কি হয় দেখার বিষয়!

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT