1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন

জনপ্রিয় যানবাহন-রিক্সা

সাংবাদিকের নাম
  • প্রকাশকাল : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৪৩৭ পড়া হয়েছে
রিক্সা

রিকশা বা রিক্সা বা সাইকেল রিকশা একপ্রকার মানবচালিত মনুষ্যবাহী ত্রিচক্রযান, যা এশিয়ার, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোতে প্রচলিত একটি চমকপ্রদ বাহন। কোন কোন বিবেচনায় একে ঐতিহ্যবাহীও বলা যায়।
জাপানী রিকশাগুলো অবশ্য তিনচাকার ছিল না, সেগুলো দুই চাকায় ভর করে চলতো, আর একজন মানুষ ঠেলাগাড়ির মতো করে টেনে নিয়ে যেতেন, এধরনের রিকশাকে ‘হাতেটানা রিকশা’ও বলা হয়।
বাংলাদেশের রাজধানী ঢাকার কিছু ভিআইপি রোড বাদে, ঢাকার অন্য সবখানে সব থেকে জনপ্রিয় বাহনটি কী যদি কেউ জানতে চায় তবে চোখ বুজে বলা যাবে, সেটি হলো রিক্সা!
রোদ-ঝড়-জলবৃষ্টি যা-ই হোক, রাজপথে রিক্সাচালকদের ছুটি নেই। হঠাৎই কান পাতলে শুনবেন কেউ হাঁকছে ‘এই মামা যাইবেন?’ রিক্সাচালকও আপনাকে মামা বা খালা বলবেন। যদি একটি বার বলেন যে আপনার তাড়া আছে, রিক্সাচালক অভয় দিয়ে বলবেন, ‘চিন্তা কইরেন না টাইম মতো পৌঁছায়া দিমু।’
একটা সময় ছিল যখন ঢাকার রিক্সার পিছনে নানা রকম পেইন্টিং ছিল দেখার মতো। এখন আর সে ছবিগুলো দেখা যায় না। সময় বদলে যাচ্ছে দ্রুত। এই বদলের সাথে পাল্লাদিয়ে রিক্সা কি হবে বলা যায় না। তবে রিক্সা উঠে যেতে অনেক কাল সময় নেবে এবং একেবারে না-ও উঠতে পারে, এমন অনুমান করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT