পাহাড়-পর্বত, নদী-নালা, খাল-বিল এসব নিয়েই বাংলার প্রকৃতি সাজিয়ে দিয়েছেন মহান সৃষ্টি শক্তি।
উপরের ছবিটি একটি প্রাকৃতিক খালের। বাংলাদেশের অধিকাংশ খালই প্রাকৃতিক উপায়ে সৃষ্ট। ঘোর বর্ষায় এসব খালবাহিত হয়ে উঁচু পাহাড়ের গা থেকে নেমে আসে পলিমাটি যা ফসলের জমিকে উর্বর করে।
বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। দেশের প্রায় ৭০ ভাগ মানুষ এখনও কৃষিজীবী এবং এরা বাস করেন দেশের গ্রামীন জনপদে। খাল, এসকল গ্রামীণ মানুষের কাছে প্রকৃতির এক নৈসর্গিক উপহার।
শুকনো মৌসুমে ফসলের জন্য এসব খাল ব্যবহার করা হয় পানি জমিয়ে রাখার জন্য। একই সাথে এসব খালে মাছেরও চাষ করা হয়।
শহর ছাড়াও বাংলার গ্রামীণ জনপদে খাল হলো মানুষের জীবন জীবীকার সাথে ঘনিষ্টভাবে জড়িত এক প্রাকৃতিক উপহার সম্ভার।