ঘোমটা টানা জড়োসরো লাজুক গ্রাম্য বধু ও তার লাজ, গ্রামীণ বাংলার এক চিরন্তন রূপ। বৈজ্ঞানিক অন্তর্জালের এই অত্যাধুনিক যুগেও বাংলার গ্রামগঞ্জে এমন দাওয়ায় বসা শান্তমধুর হাতের কাজেমগ্ন গেঁয়ো বধুর সন্ধান গ্রামে গেলেই পাওয়া যাবে। একেই বলে সংস্কৃতি। অবসর সময়ে গ্রামীণ বধুর এমন হৃদয় নিংড়ানো আর মনভুলানো কারুকাজ যেকোন পথিকেরই চোখ কাড়ে।
যদিও বাংলাদেশের বহু গ্রামে গঞ্জে এখন আর সেই ‘বাড়ীর দাওয়া’ চোখে খুব বেশী একটা পরে না। ‘দাওয়া’ পাওয়া না গেলেও উঠোনে বসা গ্রামবালার এমন ‘কর্মমগ্ন’ বধুবেশ দেখা কঠিন বা আদেখা কিছু নয়। এটি এই নান্দনিক হাতের কাজ, গ্রামীণ মানুষের বিশেষ করে গ্রামীণ মহিলাদের অবসর বিনোদনের একটি শিল্পকর্ম। ধনী-নির্ধন সকল পরিবারেই এমন পল্লীবালার দেখা মিলে। হাতের কাজের শিল্পনৈপুণ্য যার যা-ই রপ্ত আছে তা দিয়ে ঘর সাজানো বঙ্গবালার এক আদিম ও অকৃত্তিম রূপ। তাইতো কবি বলেছেন-“এমন দেশটি কোথায়ও খুঁজে পাবে নাকো তুমি; সে যে আমার জন্মভূমি…।।”