রসুনের গুণাগুণ নতুন করে বলার অপেক্ষা রাখেনা। রসুন সেই মিশরের পিরামিড রাজত্বের আমল থেকেই ভূত তাড়ানোর ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভারতের বৈদিক যুগেও রসুন ব্যবহার হয়েছে মহৌষধ হিসেবে।
সাপ ছুঁলে বালিশের নিচে রসুন দিয়ে ঘুমোলে সাপ ঘরেই ঢুকতে পারবে না; এমন চল বা আচার গ্রাম বাংলায় এখনও আছে। এলোপ্যাথি হোমিওপ্যাথি সব ডাক্তারগনই রসুনের এই ঔষধী গুণ বিষয়ে অবগত আছেন।
যে কোন দ্রব্যের ব্যবহার বিধির উপর অনেকটা নির্ভর করে তার কার্য্যকারীতা। তেমনি মধুর সাথে রসুন মিশিয়ে খেলে কি ফল পাওয়া যেতে পারে, শুনুন এই ভিডিওতে