1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
‘তেরেশা মে পুলিশের সাথে বেঈমানি করেছেন' -ইংল্যাল্ড পুলিশ ফেডারেশনের প্রধান - মুক্তকথা
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আরবীয় সংস্কৃতির প্রচলন করতে গিয়ে দেশি সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। ‘প্রাইমেট ফেয়ার’ বন্যপ্রাণী সংরক্ষণে একটি সচেতনতমূলক প্রচারণা জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বাচনের রোডম্যাপ চায় বামজোট চা কন্যা পূর্ণিমা রেলি হত্যা ঘটনা… জামাতের ইফতার, ভিটামিন ‘এ’ প্লাস প্রচার, ভিজিএফ’এর চাল ও হরিণাকান্দি বিএনপি ইফতার শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মণিপুরী ললিতকলায় যখন প্রশিক্ষণ শুরু তখন ‘বাংলাদেশ প্রতিদিন’ ১৬বছরে পা দিয়েছে ১২৭ কর্মকর্তার সাথে আলাপে বসবেন প্রধান উপদেষ্টা গেলো সপ্তাহের বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জ বাংলাদেশী বংশোদ্ভুত আইএস বধু শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার

‘তেরেশা মে পুলিশের সাথে বেঈমানি করেছেন’ -ইংল্যাল্ড পুলিশ ফেডারেশনের প্রধান

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮
  • ৪১৮ পড়া হয়েছে

ইংল্যাণ্ড পুলিশ ফেডারেশনের নতুন প্রধান মিঃ জন এপটার

প্রধানমন্ত্রী তেরেশা মে

লণ্ডন।। ইংল্যাণ্ডের পুলিশ ফেডারেশনের নতুন প্রধান জন এপটার প্রধানমন্ত্রী তেরেশা মে’কে সরাসরি বেঈমানীর অভিযোগে অভিযুক্ত করেছেন। পুলিশকে দেয়া অর্থের কথা তুলে তিনি এটিকে পুলিশের প্রতি উপহাস উল্লেখ করে জন এপটার বলেন, প্রধান মন্ত্রী পুলিশিং বুঝেননা।
এলবিসি’র লান কলিন্স’এর সাথে আলাপকালে মিঃ এপটার বলেন, তেরেশা মে হোম সেক্রেটারী থাকাকালীন সময়ে পুলিশের জন্য ধ্বংসের এক পদচিহ্ন রেখে এসেছেন। তিনি বলেন, গত বছর পুলিশ কর্মীদের দেয় অর্থ তারা ফেরৎ নিয়ে নিয়েছেন। ফলে এ বছরের কর্ম উৎসাহভাতা শতকরা ১ভাগেরও কম। মাত্র ০.৮৫%। যা ইতিমধ্যেই হজম হয়ে গেছে। এটি উপহাস ছাড়া আর কি হতে পারে।
বাস্তব ক্ষেত্রে বিগত ৯বছর যাবৎ পুলিশেরা দেখে আসছে তাদের প্রদেয় অর্থ শতকরা ১৮ভাগ কেটে দেয়া হয়েছে। আমার সহকর্মীদের রাগ হবারই কথা এটি। আমি নিজেও খুব নাখোশ, রাগান্বিত। সরকার পুলিশ কর্মীদের বিষয়ে বেঈমানি করেছে।
মিঃ এপটার আরও বলেন, নতুন স্বরাষ্ট্র সচিব সাজিদ জাভেদ পুলিশিং এই পদে প্রথম ব্যক্তি যিনি পুলিশিং বুঝেন কিন্তু তিনি একেবারে নতুন মানুষ পুলিশিং এর বিষয়ে। হুশিয়ার করে দিয়ে, মিঃ এপটার বলেন তাকে অবশ্যই তার  পূর্বসূরি প্রধানমন্ত্রীর মত না হয়ে তার দেয়া কথা মত কাজ শুরু করতে হবে। কিন্তু তিনি এখনও তেমন কিছু শুরু করেননি।
তিনি আরও বলেন, এ বছরের পুলিশ ফেডারেশনের সম্মেলনে স্বরাষ্ট্র সচিব কিছু মুখরোচক ভাল ভাল কথা বলেছিলেন। যতদূর আমি জানি ও বুঝি তিনি এখনও নবিসিকাল পার করেননি। তার উচিৎ কাজ শুরু করে দেয়া।  কিন্তু তিনি এখনও কিছু করছেন না।  যেমন তার উপরওয়ালা বস করেননি। আমি যা বুঝি তিনিই প্রথম স্বরাষ্ট্র সচিব যিনি ‘পুলিশিং’ মূলতঃ বুঝেন। কিন্তু তার ‘বস’ অবশ্যই বুঝতেন না।  তিনি পুলিশ ও পুলিশিং কে ঘৃণা করেন।
এখনকার প্রধানমন্ত্রী, যিনি আগে স্বরাষ্ট্র সচিব ছিলেন, “পুলিশিং-এ ধ্বংসের যে পদচিহ্ন তিনি রেখে এসেছেন, এ জন্য তিনি নিজে থেকেই লজ্জিত হবার কথা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT