রাঙ্গামাটির প্রধান আকর্ষণ ৩৩৫ ফুট দীর্ঘ মনোহরা ঝুলন্ত সেতু। সেতুটি ইতি মধ্যেই ‘রাঙ্গামাটির প্রতীক’ হিসেবে পরিচিতি পেয়েছে। ঝুলন্ত সেতু বা সাসপেনশন সেতু হলো সহজ কথায় কোন খুঁটির উপর নয় শুধুই ঝুলে থাকা একটি পারাপার। ব্যাখ্যা করে বলতে গেলে বলতে হবে যে একটি সেতু যার একটি ডেক বা ভারবহনের অংশ, সেতুর দুই প্রান্তের স্তম্ভের মধ্যে ঝুলন্ত ধাতব মোটা তারের সঙ্গে ঝুলিয়ে দিয়ে তৈরী করা হয়। এই ধরনের সেতুর প্রথম আধুনিক উদাহরণটি ১৮ শতকের প্রথম দিকে নির্মিত হয়েছিল। বিশ্বের অনেক পাহাড়ি অংশে এই সব সেতুর ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে।
এই ধরনের সেতুর টাওয়ারের মধ্যে সোপান-যুক্ত স্লট রয়েছে, পাশাপাশি উল্লম্ব সাসপেন্ডর তারগুলি যা নিচে ডেকের ওজন বহন করে, যার উপর দিয়ে চলাচল। বাংলাদেশে শুধুমাত্র রাঙ্গামাটিতেই (rangamati) দেখা যায় এমন সেতু।