1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগনের শপথ গ্রহন - মুক্তকথা
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগনের শপথ গ্রহন

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৯৩ পড়া হয়েছে

গ্রামীন ফোনের প্রতিষ্ঠাতা, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে মোট ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে আজ বৃহস্পতিবার রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহন করলেন। সকল উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যাঁরা স্থান পেয়েছেন তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, সাবেক এটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির(বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) এম সাখাওয়াত হোসেন, বেসরকারী সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার(উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার, গ্রামীণ টেলিকমের পরিচালক নূর জাহান বেগম, বেসরকারি সংস্থা ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ, ইসলামী চিন্তাবিদ আ ফ ম খালিদ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক বিধান রঞ্জন রায় পোদ্দার এবং বীর প্রতীক ফারুক-ই-আজম।

কোটা সংস্কার আন্দোলনের নেতা বিশ্ববিদ্যালয় ছাত্র নাহিদ ইসলামও উপদেষ্টা পর্ষদে স্থান পেয়েছেন। নাহিদ ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে পাঠ শুরু করেছিলেন। তিনি ঢাকা শহরের বনশ্রী এলাকায় বসবাস করেন। আর ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লায়।

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন এ দুই উপদেষ্টা নাহিদ ও আসিফ দুজনই গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের একটি ছাত্রসংগঠনের নেতা। নাহিদ সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আর আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। আসিফ এর আগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। নানা অভিযোগ তুলে গত বছরের জুলাইয়ে ছাত্র অধিকার পরিষদ থেকে একযোগে পদত্যাগ করেন ২১ জন নেতা। তাঁদের উদ্যোগেই গত বছর অক্টোবরে গঠিত হয় ছাত্রশক্তি। এই সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

উল্লেখ্য, গতকাল “এডিটর ইষ্ট নেটওয়ার্ক”-এর বিশ্বমজুমদারের বরাত দিয়ে “নিউজ১৮বাংলা” প্রচারিত একটি সংবাদে অন্তর্বর্তী সরকারের ১২জনের যে নাম প্রকাশিত হয়েছিল সেখানে পাঁচজনের নাম ভ্রমবশতঃ প্রকাশ করা হয়। এ পাঁচজন হলেন- ডক্টর পিনাকী, ডক্টর দেবপ্রীয়, মেজর জেনারেল মনিরুজ্জামান, ডক্টর শাহদিন মালিক ও ব্রজেস চাকমা। সংগ্রহ ত্রুটীজনিত এ ভ্রমের জন্য আমরা ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করছি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT