1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অমানবিক পশুত্ব! - মুক্তকথা
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

অমানবিক পশুত্ব!

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৩ আগস্ট, ২০১৬
  • ৮০৮ পড়া হয়েছে

MapOfPakistan

ফেচবুক এবিএম আহসান উল্লাহ: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উত্তর পূর্বে ডোংগা গালির উপজাতীয় এলাকায় গ্রামের সুনাম ক্ষুন্ন হওয়ার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরীকে জীবন্ত পুড়িয়ে হত্যার নির্দেশ দেওয়া হয়। অভিযোগ- ওই কিশোরী এলাকার এক তরুণ-তরুণীকে পালিয়ে যেতে সাহায়তা করেছে। যেটা কিনা তাদের স্থানীয় সংস্কৃতির পরিপন্থী। তরুণ-তরুণী পালিয়ে যাবার পর স্থানীয় নেতারা সালিসের আয়োজন করে এবং কিশোরীটিকে জীবন্ত পুড়িয়ে হত্যার নির্দেশ দেয়। ওই কিশোরীর মা ও ভাই সালিসে উপস্থিত ছিলেন এবং কিশোরীকে পুড়িয়ে হত্যার ব্যাপারে সন্মত হয়েছিলেন।
নির্দেশের পর ওই কিশোরীকে চেতনানাশক ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হয়। তারপর যেই ভ্যানে করে তরুণ-তরুণী পালিয়ে গিয়েছিল, সেই ভ্যানে তাকে উঠিয়ে হাত-পা বেঁধে ফেলা হয়। এরপর ভ্যানে পেট্রল ঢেলে কিশোরীসহ পুরো ভ্যান আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। কি নিষ্ঠুর কুসংস্কার!!!
পাকিস্তানের মানবাধিকার কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত বছর, পাঁচ শতাধিক নারী ও পুরুষকে এভাবে সালিশের মাধ্যমে হত্যা করা হয়।–খবর রয়টার্স এর।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT