ঢাকা উত্তরের মেয়র আনিসুল হককে পুনরায় লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গণমাধ্যমে তার স্ত্রী রুবানা হকের বরাতে খবর প্রকাশের কথা উল্লেখ করে ‘দিইন্ডিপেন্ডেন্টবিডি.কম’ আজ এ খবর দিয়েছে।
উল্লেখ্য, গত ৪ঠা আগষ্ট এক পারিবারিক সফরে লন্ডনে আসলে তিনি হঠাৎ করেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং সাথে সাথে তাকে স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। ওই সময় ডাক্তারগন ‘সেবরেল ভাসকুলিটিজ’ নামে মস্তিস্কের এক বিরল রোগে তিনি আক্রান্ত বলে জানিয়েছিল। পরবর্তীতে তার অবস্থার উন্নতি হলে তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয় বিগত ৩১শে অক্টোবর।
যোগাযোগ করা হলে ডাঃ আব্দুন্নুর তুষার নামে তার এক বন্ধু সংবাদ মাধ্যমকে জানান যে তাকে আবার নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে নেয়া হয়েছে হঠাৎ করে মারাত্মক দূষণ সংক্রমণ দেখা দেয়ায়। তবে আশঙ্কাজনক কিছু এখনও জানা যায়নি। যদিও যুক্তরাজ্যস্থ বাঙ্গালী রাজনৈতিক মহলের কেউই সঠিক তথ্য কিছু বলতে পারছেন না। ২০১৫ সালে আনিসুল হক আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে ঢাকা উত্তরের মেয়র নির্বাচিত হয়েছিলেন।