লন্ডন: রোববার, ২৩শে পৌষ ১৪২৩।। প্রভাবশালী ইরানিয়ান রাজনীতিক ও লেখক ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট আকবর হাসেমি রাফসানজানি তেহরানের একটি হাসপাতালে পরলোক গমন করেছেন। তিনি ইরানের উপযোগীতা পর্ষদের প্রধান ছিলেন। এই পর্ষদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনীর পরামর্শক পরিষদ।
খুবই প্রভাবশালী প্রাক্তন এই প্রেসিডেন্ট রাফসানজানি আজ রোববার ৮২ বছর বয়সে ইরানের হাসপাতালে মৃত্যুমুখে পতিত হন। আজ দিনের শুরুতে হৃদযন্ত্রের আক্রমন ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আকবর হাসেমি রাফসানজানি ১৯৮৯ থেকে ১৯৯৭ পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ইরানের ইসলামী বিপ্লবের সময় এই রাফসানজানি খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছিলেন। ওই বিপ্লবই ইরানের শাহ্’কে ক্ষমতাচ্যুত করে ইরানে ১৯৭৯সালে ইসালামী ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। এপি, এএফপি ও রয়টারের নামে ‘ডিডব্লিউ’ এ খবর প্রচার করেছে।