1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ইলিয়াছ এমপি’র ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত - মুক্তকথা
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

ইলিয়াছ এমপি’র ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৪১০ পড়া হয়েছে

প্রয়াত এমপি মোহাম্মদ ইলিয়াস। ছবি: মুক্তকথা

সৈয়দ সায়েদ আহমদ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মরহুম মোহাম্মদ ইলিয়াছ এমপি’র ৩২ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার সকালে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে শহরের কলেজ রোডে পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের সদস্যও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান,কমলগঞ্জ উপজেলা আ’লীগেরসভাপতি আসলাম ইকবাল মিলন,সম্পাদক এএসএম আজাদুর রহমান,শ্রীমঙ্গল আ’লীগেরসিনিয়র সহ-সভাপতি মো.ইউছুব আলী,সাংগঠনিক সম্পাদক আবু কায়সার লাভলু,উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো. শাহিন সম্পাদক আরজু মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু,সম্পাদক কদর আলী ও ইলিয়াছ এমপির ছেলে সারোয়ার চঞ্চল সহ অর্ধ শতাধীক আ’লীগের নেতাকর্মী।
মরহুম ইলিয়াছ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আ’লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, ভাষা সৈনিক, সাবেক এম,এন,এ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, কিংবদন্তী ও সৎ রাজনীতিবিদ।তিনি ১৯৮৭ সালের ২১ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

কবরে পুষ্প অর্পণ করা হচ্ছে। ছবি: মুক্তকথা

শ্রীমঙ্গলে সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে বাংলাদেশ সরকারের অংশিদারীত্বে ও ইউরোপিয়া ইউনিয়নের অর্থায়নে পিফোরডি পিফোডি প্রকল্পের আওতায় সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সিআরসি তে স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নাগরিক সেবা প্রদান প্রতিশ্রুতি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে শহরের ক্যাথলিক মিশন রোডস্থ কমিউনিটি রিসোর্স সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব নিরু এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সিভিল সার্জন ডা: মো: শাহজাহান কবির চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: সাখাওয়াৎ হোসেন, ৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, পিফোরডি প্রকল্পের রিজিওনাল কো-অডিনেট আলমগীর মিয়া ও ডিষ্ট্রিক ফ্যাসিলেট আকলিমা চৌধুরী।
এছাড়া মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার ৩৫ জন অংশগ্রহণ করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT