ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ অ্যাসোসিয়েশন এবং মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশনের আয়োজনে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ নভেম্বর (শনিবার) মৌলভীবাজর পৌরসভা হলরুমে সকাল ১১ঘটিকা হতে দুপুর ১ ঘটিকা পর্যন্ত হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার শাখার সভাপতি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল মালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, ঢাকাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনে সভাপতি ড. এ কে আবদুল মুবিন, ড.ওয়ালী তছর উদ্দিন এমবিই ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সি এম তোফায়েল সামি প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার শাখার সিনিয়র সহ- সভাপতি ও প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সোহেল রেজা চৌধুরী অধ্যাপক, এপিডেমিওলজি ও সাধারণ সম্পাদক হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল
হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। এছাড়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসস প্রতিনিধি ডাঃ সাদিক আহমদ, মৌলভীবাজার জেলা নাগরিক কমিটির আহ্বায়ক সৈয়দ সাহাব উদ্দিন আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, ডাঃ জিল্লুক হক, মৌলভীবাজার জজ কোর্টের পিপি এস.এম আজাদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট কামরেল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জামাল উদ্দিন, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম প্রমুখ। এছাড়া সভায় বি.এম.এর সাবেক সভাপতি ডাঃ এম এ আহাদ, বরেণ্য শিক্ষাবিদ আব্দুল খালিক, বিটিভি জেলা প্রতিনিধি হাসনাত কামাল, দুর্জয় ক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ মেরাজ, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী রণধীর রায় সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। সভায় সার্বিকভবে সহযোগিতা করেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান। হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিক উচ্চ রক্তচাপ একটি নিরব ঘাতক উল্লেখ করে এ বিষয়ে সর্বসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান।