1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এই জন জনপদে- মুক্তকথা
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

এই জন জনপদে-

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৩ পড়া হয়েছে

কমলগঞ্জে ভানুগাছ দেবনাথ সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরন গ্রামের ডা: প্রেমানন্দ দেবনাথের আঙ্গিনায় ভানুগাছ দেবনাথ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানা দেবনাথ সমিতির সভাপতি, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা নীহার রঞ্জন দেবনাথ।
ভানুগাছ দেবনাথ সমিতির সভাপতি প্রমোদ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালীপদ দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন্দ্র দেবনাথের স ালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ভগবতরতœ প্রমোদ রঞ্জন দেবনাথ, ডা: পরেশ চন্দ্র দেবনাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত দেবনাথ, চিত্তরঞ্জন দেবনাথ, দয়ানন্দ দেবনাথ, অনিল কান্তি দেবনাথ, শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, মাখন চন্দ্র দেবনাথ, সুকুমার দেবনাথ, আনন্দ মোহন দেবনাথ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক ননীগোপাল দেবনাথ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ, রাইমোহন দেবনাথ, সুখময় দেবনাথ, কানুলাল দেবনাথ, নারায়ণ দেবনাথ, উপানন্দ দেবনাথ, প্রদীপ দেবনাথ, পরেশ দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে নাথ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি সরুপ ১৩ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সবশেষে উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয়। অনুষ্ঠানে সমাজ উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

ভয়েজ অব মৌলভীবাজার এর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ভয়েজ অব মৌলভীবাজার এর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় মৌলভীবাজার এম সাইফুর রহমান রোডস্থ কায়রান রেষ্ঠুরেন্টে সংগঠনের এক আলোচনা সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
ভয়েজ অব মৌলভীবাজার এর আহব্বায়ক কাউন্সিলর মনবীর রায় মঞ্জু এর সভাপতিত্বে ও সদস্য সচিব বকশী মিছবাহ উর রহমানের স ালনায় আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন আহব্বায়ক আব্দুর রকিব সাবু ও আনোয়ার হোসেন দুলাল, সদস্য অজয় সেন, নিলিমেষ ঘোষ বুলু, সৈয়দ মোকাম্মিল আলী, মনসুর আলম চৌধুরী (টিপু), ফাতেমা জহুরা বিউটি, সৈয়দ ছায়েদ আহমদ, নিখিল তালুকদার, জুয়েল আহমদ ও আব্দুল কাইয়ুম প্রমুখ।
আলোচনা শেষে সংগঠনের যুগ্ন আহব্বায়ক আব্দুর রকিব সাবু কে আহবায়ক ও নিলিমেষ ঘোষ বুলু কে সদস্য সচিব, আনোয়ার হোসেন দুলাল, মিলাদ তালুকদার, সৈয়দ মোকাম্মিল আলী, সৈয়দ ছায়েদ আহমদ, নিখিল তালুকদার, জুয়েল আহমদ ও আব্দুল কাইয়ুম কে সদস্য করে ৯সদস্য বিশিষ্ট সম্মেলন প্র¯ু‘তি কমিটি গঠন করা হয়।
কমিটিকে আগামী মার্চ এর ভিতর সম্মেলন করে পুর্নাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও ভয়েজ অব মৌলভীবাজার এর আহব্বায়ক কাউন্সিলর মনবীর রায় মঞ্জু এর নেতৃত্বে সাংগঠনিক কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

কমলগঞ্জ প্রতিনিধি॥

কমলগঞ্জে লেখক-সাংবাদিক ইসহাক কাজলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা একাডেমীর পুরুস্কার প্রাপ্ত লেখক, গবেষক, সাংবাদিক ও প্রগতিশীল রাজনীতিবিদ ইসহাক কাজলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ইসহাক কাজল গণ পাঠাগারের উদ্যোগে গত বুধবার (১০ ফেব্রুয়ারী) রাত ৮ ঘটিকায় পতনঊষার শহীদনগর বাজারে পাঠাগার কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসহাক কাজল গণ পাঠাগারের সভাপতি, সাংবাদিক-সমাজ সেবক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও মাইদুল ইসলামের স ালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। আলোচনায় অংশ নেন কবি জয়নাল আবেদীন শিবু, শিক্ষক ও সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, ব্যবসায়ী নেতা ও রাজনীতিবিদ অলি আহমদ খান, প্রভাষক আব্দুল আহাদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সম্পাদক কামরুল হাসান, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শাহীন আহমেদ, ইসহাক কাজলের অনুজ শিক্ষক টিপুল আলী, শিক্ষক ফেরদৌস খান, বয়তুল হক চৌধুরী, বদরুল ইসলাম, আব্দুল মুকিত প্রমুখ।
সভায় আলোচকরা বলেন, প্রয়াত ইসহাক কাজল দীর্ঘদিন বাংলাদেশে সাংবাদিকতা করে গেছেন। এর পাশাপাশি ওয়ার্কাস পাটির একজন নেতা হিসাবেও গণমানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। পরবর্ত সময়ে লন্ডনে চলে যাওয়ায় সেখানেও তিনি লেখালেখি ও সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখায় আন্তজার্তিক মানের লেখক ও সাংবাদিক হিসাবে সুনাম অজর্ন করেন। তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে। এজন্য তিনি বাংলা একাডেমীর পক্ষ থেকে পুরুস্কৃতও হন। ইসহাক কাজলের জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মাওলানা আব্দুল মুহিত হাসানী দোয়া পরিচালনা করেন।

মৌলভীবাজারে উৎসর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদদাতা॥ মৌলভীবাজারে রক্তদান ও সামাজিক সেবামূলক সংগঠন উৎসর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ১০ ফেব্রুয়ারী বুধবার। ফাউন্ডেশনের জেলা সভাপতি ও দৈনিক সমকাল’র জুড়ী উপজেলা প্রতিনিধি মো. বেলাল হোসাইনের সভাপতিত্বে সকাল ১১টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ডিবিসি নিউজ টিভির জেলা প্রতিনিধি পান্না দত্ত, কার্যকরী সদস্য ও দৈনিক খবরপত্র’র জেলা প্রতিনিধি শ. ই. সরকার জবলু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আখতার উদ্দিন, জুড়ী প্রেসক্লাবের সাধারন সম্পাদক, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও আজকের বিজনেস বাংলাদেশ’র জেলা প্রতিনিধি হুমায়ূন রহমান বাপ্পী, উৎসর্গ ফাউন্ডেশনের জেলা সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদ আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশ রূপান্তর’র জেলা প্রতিনিধি রিপন দে ও তানভীর আন্জুম আরিফ, উৎসর্গ’র জেলা সাংগঠনিক সম্পাদক- রাদিয়া আক্তার, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক- কয়ছর আহমদ, জেলা ছাত্রলীগের শাওন আহমদ ও আমির হামজা মীম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমরান খান, উৎসর্গ’র শ্রীমঙ্গল উপজেলা সভাপতি বদরুজ্জামান রুহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- ‘জীবনের প্রয়োজনে জীবন’ এই স্লোগানকে ধারন করে ২০১৬ সালে রক্তদান ও সামাজিক সেবামূলক সংগঠন ‘ উৎসর্গ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT