1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এটি সত্য না-কি কোন মিথ্যা প্রচারণা(?) - মুক্তকথা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
অপূর্ব স্বাদের খাঁটী মাটি পুড়িয়ে তৈরী চাকতি, স্থানীয় ভাষার “ছিকর” বিভাগীয় কমিশনারের সামগ্রী বিতরণ ॥ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর সম্মেলন ও বিচার কর্মচারী সমিতির কর্মবিরতি বাংলাদেশ ফুটবলে এক অজানা গৌরব আর সাফল্যের নাম হোক “সামিতসোম” কমলগঞ্জের দিনলিপি… বিলেতে বাঙ্গালী… বস্তা ভর্তি পরিত্যক্ত সিমেন্ট থেকে পাথর, রোভার স্কাউট আইসিটি ও মুক্ত গণমাধ্যম দিবস বিলেতে বাঙ্গালী… ইমাম হত্যার প্রতিবাদ, পুড়িয়ে দিল বাগান, অর্থনীতির চাকা ঘুরে ও আন্তঃস্কুল বিতর্ক শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মুজিবুর রহমান চৌধুরী বেনু রায় পেলেন পুলিশ পদক ॥ শোষণ চালু রেখে বৈষম্যহীন রাষ্ট্র কায়েম করা যায় না

এটি সত্য না-কি কোন মিথ্যা প্রচারণা(?)

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৫৬ পড়া হয়েছে

আওয়ামীলীগের কার্যক্রম রোধ করতে
চট্টগ্রাম পুলিশের বিশেষ নির্দেশনা(?)


 

দেশের রাজনীতিতে চলছে লক্ষ্যহীন এক দূর্বোধ্য অস্থিরতা। অস্থির রাজনীতির এ অবস্থায় চট্টগ্রাম পুলিশ এক নির্দেশনা জারি করেছেন। গণমাধ্যমে প্রকাশিত পুলিশের(?) এ প্রচারপত্রের সূত্রে জানা গেছে যে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে ২০০-২৫০ তৃণমূল নেতাকর্মীকে আগামী ১ সপ্তাহের মধ্যে ঢাকায় আসার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এ নির্দেশনার প্রেক্ষিতে, আওয়ামী লীগের সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সরকার বিরোধী কর্মসূচি প্রতিরোধে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয় থেকে নিম্নলিখিত নির্দেশনা জারি করা হয়েছে বলে গণমাধ্যমে পুলিশের নির্দেশনা সমেত একটি স্মারকপত্র গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলে আমাদের এক সুহৃদ একখানা নির্দেশনার নমুনাপত্র পাঠিয়েছেন। চট্টগ্রাম পুলিশের ওই নির্দেশনায় বলা হয়েছে-

১। গতিবিধি পর্যবেক্ষণ করা;
২। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা করা;
৩। গুরুত্বপূর্ণ স্থানে চেক পোষ্ট স্থাপন করা;
৪। নৌ-ঘাট, রেল স্টেশন ও বাসস্ট্যান্ডে নজরদারি করা;
৫। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের (বিএনপি, জামায়াতে ইসলামী এসপি) সহযোগিতা নিয়ে ঢাকা মুখী কার্যক্রম প্রতিহত করা;
৬। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেফতারের ব্যবস্থা করা;
৭। অর্থদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া;
৮। ভাড়ায় চালিত মাইক্রোবাস/প্রাইভেট কার স্ট্যান্ডগুলোতে নজরদারি করা।

এই নির্দেশনাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে এবং সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তথ্য সরবরাহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

স্মারক নাম্বারযুক্ত পুলিশ বিভাগের সরকারী বিজ্ঞপ্তিখানার প্রাপ্ত অনুলিপির সত্যতা নিয়ে অনেকের মাঝেই প্রশ্ন দেখা দিয়েছে। এমনকি আমাদের মাঝেও কিছুটা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আসলেই এটি সত্য কোন সরকারী বিজ্ঞপ্তি কি-না? মিথ্যা কোন অপপ্রচার হলে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করতে হবে। এ বিষয়ে সাধারণ মানুষদেরকে জানানো প্রয়োজনীয় বলে আমরা মনে করি। অন্যতায় দুর্বৃত্তমহল এর সুযোগ নিতে পারে বলে অনেকেই মনে করছেন।

-বিনয়ের সাথে- সম্পাদক

 

নির্দেশনার(?) হুবহু নকলটি এখানে দেয়া হলো-
চট্টগ্রাম পুলিশের নির্দেশনা।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT