1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কারাকর্মকর্তাদের সম্মেলন মঙ্গলবার শুরু - মুক্তকথা
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কারাকর্মকর্তাদের সম্মেলন মঙ্গলবার শুরু

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৬৯৫ পড়া হয়েছে

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কারা কর্মকর্তাদের (সিনিয়র কারেকশনাল ম্যানেজার) তিন দিনব্যাপী ‘কারাগারের মধ্যে নিরাপত্তা এবং মানবিক চাহিদার ভারসাম্য’ শীর্ষক সম্মেলন মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ১৪টি দেশের সমন্বয়ে প্রথমবারের মতো তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন। এ সম্মেলনে ২৮জন জ্যেষ্ঠ কারা কর্মকর্তা বা সংশোধানাগার ব্যবস্থাপক অংশ নিবেন। এ সম্মেলন রাজধানীর ‘লা মেরিডিয়ান’ হোটেলে মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়ে চলবে ১৮ মে বৃহস্পতিবার পর্যন্ত।
কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন কারা অধিদফতরে রবিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন।
তিনি জানান, আন্তর্জতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ও বাংলাদেশ কারা অধিদফতর যৌথভাবে চতুর্থ এই সম্মেলনের আয়োজন করছে। এসময় আইসিআরসি বাংলাদেশের হেড অফ ডেলেগেশন ইখতিয়ার আসলানভ, ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও কারা উপ-মহাপরিদর্শক (সদর দফতর) মো. বজলুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কারা মহা-পরিদর্শক জানান, এ সম্মেলনে বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড এবং ভানুয়াতু অংশগ্রহণ করছে। খবর ইত্তেফাকের।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT