কমলগঞ্জে ঘরে ঘরে জ্বরের প্রকোপপ্রনীত রঞ্জন দেবনাথ।। মৌলভীবাজারের কমলগঞ্জে বেশ কয়েক দিনের তাবদাহের কারণে ঘরে ঘরে ভাইরাস জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। যবুক, বৃদ্ধ ও শিশু-কিশোররা আক্রান্ত হচ্ছে। তবে বৃদ্ধ ও শিশুরাই বেশী আক্রান্ত হচ্ছেন। এ জ্বরে আক্রান্ত রোগীদের শরীরের তাপমাত্রা (জ্বর) ১০১ থেকে ১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠা-নামা করে। ভাইরাস জ্বরের সাথে রয়েছে মাথাব্যথা ও সর্দি-কাশি। ঘরের একজন জ্বরে আক্রান্ত হওয়ার পর ঐ বাড়ীর সবাইকেই রোগের প্রকোপে পড়তে হচ্ছে। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যুবার্ষিকী মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, দৈনিক সংবাদ ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি শাহীন আহমেদের মাতা মোছাম্মত রেখা বেগম এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গত ২৩শে জুন রোববার। এ উপলক্ষে কামুদপুর গ্রামের নিজ বাসভবনে পারিবারিকভাবে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ২৩শে জুন সন্ধ্যায় রেখা বেগম মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা আদায়মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি বাজারে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল মাল জব্দ করে ৩২ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী। জানা যায়, মঙ্গলবার ২৫শে জুন দুপুরে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারের আব্দুল মুমিন এর মুদির দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল মাল থাকায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মুন্সীবাজারের আব্দুল জলিল ও সনত দেবনাথের ষ্টেশনারী দোকানে সিগারেট ডিসপ্লে প্রদর্শনীয় হওয়ায় ধুমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ দ্রব্য আইন-২০০৫ এর আওতায় ২জনকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কমলগঞ্জে চা শ্রমিকের ঘরে দুর্বৃত্তের আগুন ॥ লক্ষাধিক টাকার ক্ষতিসাধনমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের চা শ্রমিকের বসত ঘরে দুর্বৃত্তের আগুনে হাঁস, মুরগী, ছাগলসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। শমশেরনগর চা বাগানের লোকমান মিয়ার বসত ঘরে শনিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উড়োচিঠি নিয়ে
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কমলগঞ্জে মাদকের ছড়াছড়িমৌলভীবাজারের কমলগঞ্জে দিন দিন যেন বাড়ছে মাদকের ছড়াছড়ি। গত একমাসে মাদক ব্যবসার সাথে জড়িত ৭ জনকে আটক করেছে পুলিশ। মাদক সেবনে আকৃষ্ট হচ্ছেন মধ্য বয়সী যুবকরা। মাদক সেবনের কারনে যুব সমাজ হচ্ছে বিপথগামী। মাদকের কারণে দিন দিন উত্তপ্ত হচ্ছে শান্তির উপজেলা কমলগঞ্জ। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কমলগঞ্জের শমশেরনগরে ইয়াবাসহ আটক-৩মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৬ জুলাই) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম এর নেতৃত্বে এএসআই শাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শমশেরনগর বিমানবন্দর সড়ক থেকে ৯ পিছ ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়। আটককৃতরা হলো-শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে রেজাউল ইসলাম ওরপে মামুন (২৫), কেছুলুটি গ্রামের মৃত হেকিম উল্যার ছেলে সালেক মিয়া (২৮) ও কুলাউড়া উপজেলার হাজীপুর এলাকার আব্দুল মন্নানের ছেলে জসিম উদ্দিন (২০)।
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
কুলাউড়ার দত্তগ্রামে মাদক ব্যবসায়ীর হামলায় ২ জন আহতমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় ২ জন আহত হয়েছেন। এ ব্যাপারে কুলাউড়া থানায় ৫ জনকে আসামী করে কুলাউড়া থানায় একটি লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। |