মুক্তকথা সংবাদকক্ষ।। বিশ্বকাপ ক্রিকেটের ঠিক আগমূহুর্তে এমন এক অভাবিত চমক যে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে তা কেউই আন্দাজ করতে পারেননি। বাংলাদেশ ক্রিকেট দলের মোসাদ্দেকের ঝড়-ঝাপটা বেটিং ক্রিকেট জগতের দিকপাল শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে পরাজয়ের মাল্য পড়িয়ে দিয়েছে। আয়ারল্যান্ডের মাটিতেই পরাজয় মেনে নিতে হলো ওয়েস্ট ইন্ডিজকে।
বিদেশের মাটিতে অভাবনীয় রূপে ক্রিকেট জেতার এ কারিগরের নাম মোসাদ্দেক। তিনি দ্রুততম ৫০রানের ইতিহাস গড়ে নিয়ে ভারতের বিশ্বজয়ী অধিনায়ক কপিলদেব নিখাঞ্জকেও হারিয়ে দিলেন। আনন্দবাজার পত্রিকা খুব আবেগজড়ানো ভাষায় লিখেছে-“বিশ্বকাপের আগে নিজেদের শক্তির পরিচয় দিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে আয়ারল্যান্ডের মাটিতে ট্রফি জিতল ‘টাইগার’রা।… বিধ্বংসী ইনিংসের পথে ম্লান হয়ে গেলেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক কপিলদেব নিখাঞ্জ, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাও।” আনন্দবাজার সূত্রেই জানা গেলো, কপিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৮৩ সালের ২৯ মার্চ ২১ বলে পঞ্চাশ করেছিলেন। ব্রায়ান লারা ২০০৩ সালের ২৩ ফেব্রুয়ারি কানাডার বিরুদ্ধে ২৩ বলে করেছিলেন পঞ্চাশ। শুক্রবার মাত্র ২০ বলে অর্ধশত রান করেন বাংলাদেশের তারকা।
মোসাদ্দেক যে এমন বাজীমাত করবেন তা কারো চিন্তায়ই ছিল না। ২৪ বলে দু’টি চার ও পাঁচটি ছক্কাসহ মোট ৫২রান করেন তিনি।
আয়ারল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টুর্নামেন্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।