1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ছাতকে উপজেলা প্রশাসনের আনন্দ রেলী ও আলোচনা - মুক্তকথা
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

ছাতকে উপজেলা প্রশাসনের আনন্দ রেলী ও আলোচনা

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ৭২৬ পড়া হয়েছে


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টান্যাশনাল রেজিষ্টার’-এ বিশ্ব প্রামান্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত হওয়ায় ছাতকে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত শনিবার ২৫ নভেম্বর শহরে বর্নাঢ্য আনন্দ রেলী ও উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নেতৃত্বে রেলীটি শহর প্রদক্ষিণ করে। রেলীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে পুস্প স্তবক অর্পন করেন মুহিবুর রহমান মানিক এমপি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খানসহ অন্যান্যরা।
সকালে রেলী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে ও সমবায় অফিসার বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এসি ল্যান্ড সোনিয়া সুলতানা, উপজেলা ভাইস আবু সাহাদাত মো. লাহিন, আ’লীগ নেতা সৈয়দ আহমদ, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ড. খালেদ কনক, কৃষি অফিসার কেএম বদরুল হক, প্রকৌশলী আবুল মনসুর মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, পরিসংখ্যান অফিসার মনিরুজ্জামান খান, ওসি আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, ইউআরসি অফিসার মোস্তফা আহসান হাবিব, অধ্যাপক হরিদাস রায়, ছাতক বহুমূখি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনূল হোসেন চৌধুরি, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, সূর্য্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, মাওলানা নুরুল হক প্রমুখ। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT