1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জাল পরিচয়পত্রের অভিযোগে ভারতে বাংলাদেশী গ্রেপ্তার - মুক্তকথা
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

জাল পরিচয়পত্রের অভিযোগে ভারতে বাংলাদেশী গ্রেপ্তার

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬
  • ৩০১ পড়া হয়েছে

লন্ডন: মঙ্গলবার, ৪ঠা পৌষ ১৪২৩।। জাল আধার(পরিচয়পত্র) তৈরির ‘কারখানায়’ আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে কার্ড করে দেওয়া হয়েছে এমন অভিযোগের খবর ছেপেছে কলকাতার বর্তমান পত্রিকা। বিষয়টি তদন্তে গিয়ে বাগুইআটি থানার পুলিশ ৬জন বাংলাদেশীসহ ৯জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের বরাতে বর্তমান আরও লিখেছে, ধৃত ছয় বাংলাদেশির মধ্যে একজন আসল পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে এসে এদেশের নাগরিক হওয়ার জন্য সঞ্জয় সরকার ও দীপঙ্কর মণ্ডলকে বরাত দিত। আর সেই মতো পুলিশ রবিবার রাতে সেখানে হানা দিয়ে হাতেনাতে এই জাল আধার কার্ড উদ্ধার করে। একই সঙ্গে ছ’জন বাংলাদেশিসহ আরও সাতজনকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতদের জেরা করে আরও কয়েকজনের নাম পুলিশ জানতে পেরেছে। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

নাগরীকত্ব জালিয়াতীর এ ঘটনাটি ঘটিয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার মানুষ সন্তোষ মৃধা, পরেশ মৃধা, যোগেশ মৃধা, জ্যোতি বৈদ্য, খুলনার বাসিন্দা সুব্রতকুমার কুণ্ডু ও রঞ্জন মণ্ডল নামে ছ’জন বলে পুলিশের অভিযোগ। পশ্চিমবঙ্গ পুলিশ তদন্তে নেমে ছ’জন বাংলাদেশি ও তিনজন বাগুইআটি এবং নিউটাউনের বাসিন্দাকে গ্রেপ্তার করে। এসব জাল কার্ড তৈরীতে ৫০হাজার ভারতীয় টাকা নেয়া হতো।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT