1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত - মুক্তকথা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৬৩৬ পড়া হয়েছে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি

রবিবার (৩০ মে) দুপুরে বাহারমর্দনে সাবেক অর্থ ও পরিককল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের বাড়িতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকসের পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান, সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, বড়লেখা পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি মো. জিতু মিয়া, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি আইনুল হক মিলু, মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনু, বড়লেখা উপজেলা বিএনপির সেক্রেটারী খছরুজ্জামান খছরু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি বদরুল আলম, সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা, যুগ্ম সম্পাদক অলিউর রহমান, মুহিতুর রহমান হেলাল, শামিম আহমদ, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক মো. ইদ্রিছ আলী, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরহাদ রশিদ, সহ-প্রচার সম্পাদক ফয়ছল আহমদ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা মিয়া রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ মুহিত, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি স্বাগত কিশোর দাশ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু, যুগ্ম সম্পাদক পিপলু আব্দুল হাই, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি রুবেল মিয়া, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ জাবেদ আলী নাঈম, সরকারি কলেজের আহ্বাযক জনি আহমেদ, প্রমুখ।
এছাড়া বিভিন্ন উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও অংগ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাশেষে জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও এম সাইফুর রহমানের কবর জিয়ারত করা হয়। শহরের শাহ মোস্তফা (র) এর মাজার মসজিদ, চৌমুহনা, কুসুমবাগ ও সদর হাসপাতাল এলাকায় ছয় শতাধিক এতিম ও মিসকিনদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT