1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ডাঃ দেবী প্রসাদ শেঠীকে ভারতে বাংলাদেশ হাইকমিশনের ধন্যবাদ জ্ঞাপন - মুক্তকথা
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

ডাঃ দেবী প্রসাদ শেঠীকে ভারতে বাংলাদেশ হাইকমিশনের ধন্যবাদ জ্ঞাপন

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৭৪৩ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। বাংলাদেশ সরকারের সড়ক মন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহাশয়ের চিকিৎসার জন্য বিশ্বখ্যাত ভারতের হৃৎপিণ্ড বিশেষজ্ঞ ডাঃ দেভি প্রসাদ শেঠীকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানালে এবং ডাঃ শেঠী তড়িৎগতিতে সাড়া দেওয়ায় দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী সাধুবাদ জানিয়েছেন। ডাঃ শেঠীকে ধন্যবাদ জানাতে গিয়ে মান্যবর হাইকমিশনার বলেছেন যে তিনি গত রাতেই বেঙ্গালুরে অবস্থানরত ডাঃ শেঠীকে বাংলাদেশ সরকারের অনুরোধের কথা জানান। সাথে সাথে ডাঃ পরের দিন ভোরে কলকাতা হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি আরো বলেন, আমাদের কলকাতা মিশনকে আগেই নির্দেশ দেয়া হয় যে ডাঃ শেঠীকে যেনো ঢাকার উদ্দেশ্যে বিমানে উঠার আগ মূহুর্তেই বিমানবন্দরে ভিসা দেয়া হয়। ডাঃ শেঠী ঢাকায় অবতরণ করেই সাথে সাথে হাসপাতালে চলে যান এবং রোগীকে দেখেন। চিকিৎসকবোর্ডের সাথে আলাপ আলোচনা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। বিকালে ফেরৎ যাবার আগেই মন্ত্রী কাদেরের স্বাস্থ্য বিষয়ে ডাক্তার শেঠী প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ডাঃ শেঠীকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT