মুক্তকথা সংবাদকক্ষ।। “কৌটিল্য অনুসারী কর্মসূচী”(Kautilya Fellowship)এর অনুষ্ঠানে ৩২দেশের নব্যনতুন কূটনীতিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী। “কৌটিল্য ফেলোশীপ” ভারত সরকারের একটি সনদপ্রদান কর্মসূচী। সাধারণতঃ কূটনীতিকদের জন্য এ সনদ প্রদান কর্মসূচীর আয়োজন করা হয়ে থাকে। ১০দিন পর্যন্ত এ কর্মসূচী চলে। বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকগন এ কর্মসূচীর আওতাধীন কর্মশালায় যোগদেন। এতে যোগ দেয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তাও দেয়া হয়ে থাকে। এর জন্য পূর্বাহ্নেই মেধাবি কূটনীতিকদের দরখাস্ত পেশ করতে হয়।
আধুনিক ভারত ও বিশ্বব্যাপী গড়ে উঠা ভারতীয় নেতৃত্বকে অনুধাবন করার লক্ষ্যে দশদিনব্যাপী এই আয়োজন করা হয়ে থাকে। বিশ্বসম্প্রদায়ের সাথে গড়ে উঠা মহাভারতের সহস্রাব্দ প্রাচীন ঐতিহ্যিক সম্পর্ককে ভেতর থেকে দেখা ও বুঝাই হলো এ কর্মসূচীর মূল উদ্দেশ্য। অংশগ্রহনকারী কূটনীতিকদের ভারতের সার্বজনীন প্রতিষ্ঠানগুলো এবং তাদের গণতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থাপনা প্রত্যক্ষভাবে দেখার সুযোগ দেয়া হয়।
গতকাল ১৮ই ফেব্রুয়ারী থেকে ২০১৯সালের এ কর্মসূচী শুরু হয়েছে দিল্লীতে। চলবে ২৮শে ফেব্রুয়ারী পর্যন্ত। এবারের ফেলোশীপ-এ ৩২টি দেশের নতুন নতুন কূটনীতিকগন যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার ভারতের বিদেশনীতি, দক্ষিন ও দক্ষিনপূর্ব এশিয়ার দেশগুলির সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় তার সাথে ছিলেন ভিয়েতনামের রাষ্ট্রদূত।