1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নতুন এক হিটলার, গ্রেপ্তার হিটলারেরই বাড়ীর সামনে - মুক্তকথা
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

নতুন এক হিটলার, গ্রেপ্তার হিটলারেরই বাড়ীর সামনে

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৫১৩ পড়া হয়েছে

লন্ডন: হিটলারকে নিয়ে আলোচনার শেষ নেই। আজ থেকে সেই সাতাত্তুর বছর আগে সংঘটিত সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কুশিলব আর তাদের চামচাদের আজও বিচার হয়েই চলেছে। যুদ্ধের কোন কথা উঠলেই হিটলার নামটা সামনে চলে আসে। পশ্চিমা বিশ্বে হিটলারের যেনো মৃত্যু নেই। আর ঠিক অনুরূপধর্মী এক খবর দিয়েছে আজকাল।
নতুন করে জার্মানি, পোল্যান্ড এবং অস্ট্রিয়ায় মাথা তুলছে হিটলার–পন্থীরা। এমন তথ্য তিন দেশের গোয়েন্দাদের কাছেই ছিল। এবার আরও নড়েচড়ে বসলেন তাঁরা। অস্ট্রিয়ার শহর ব্রাউনাউ–তে ১৮৮৯ সালে যে বাড়িটায় জন্মেছিলেন হিটলার, সেই বাড়ির সামনে থেকে এক যুবককে গ্রেপ্তার করল অস্ট্রিয়ার পুলিস। আর তারপরেই চমক। ধৃত যুবককের সাজপোশাক একেবারে হিটলারের মতোই। সেই বাটারফ্লাই গোঁফ, সেই সামরিক পোশাক এবং সেই পাতিয়ে আঁচড়ানো চুল!‌ তার নাম জানায় হ্যারল্ড হেরঞ্জ। কী কারণে হ্যারল্ড হিটলারের মতো সেজে ঘুরে বেড়াচ্ছিল, তার কোনও সদুত্তর সে নাকি দিতে পারেনি। হিটলারের নাম করা বা তাঁর মতো সাজা  অস্ট্রিয়ায় নিষিদ্ধ। এতে নাৎজি উন্মাদনাকে উস্কে দেওয়া হয় বলে বিশ্বাস করে অস্ট্রিয়া সরকার। বর্তমানে এই বাড়ির মালিক এবং সরকারের মধ্যে আইনি লড়াইও চলছে। কারণ, পরিত্যক্ত বাড়িটিতে নব্য নাৎজিদের আনাগোনা এবং গোপন বৈঠক হচ্ছে বলে অস্ট্রিয়া পুলিসের গোয়েন্দা বিভাগের খবর।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT