1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নাগরিক সম্বর্ধনায় বিচারপতি— - মুক্তকথা
বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

নাগরিক সম্বর্ধনায় বিচারপতি—

বিশেষ প্রতিবেদক॥
  • প্রকাশকাল : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩৮৪ পড়া হয়েছে


মৌলভীবাজার ও সিলেট বিভাগের
পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে এগিয়ে আসুন

-প্রধান বিচারপতি

 

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, মৌলভীবাজার ও সিলেট বিভাগের দর্শনীয় স্থান আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে। মানুষের অস্তিত্ব রক্ষার স্বার্থে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

মহান মুক্তি যুদ্ধে মৌলভীবাজারের তথ্য-উপাত্ত তুলে ধরে তিনি বলেন, মৌলভীবাজারের দুজন চা শ্রমিক এখনো খড়িয়া ভাষায় কথা বলে। তিনি বিলুপ্তির পথে খড়িয়া ভাষা রক্ষায় সরকারকে এগিয়ে আসার আহবান জানান।

শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নে নাগরিক সবংর্ধনায় উপরোক্ত কথা বলেন বিচারপতি।
এসময় এ্যাটর্নী জেনারেল এ এম আমিন উদ্দিনকে নাগরিক সবংর্ধনা দেয় মৌলভীবাজার পৌরসভা।

পৌর মেয়র মোঃ ফজলুর রহমান’র সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন এ্যাটর্ণী জেনারেল এ এম আমিন উদ্দিন। বক্তব্য দেন, জেলা ও দায়রা জজ আল- মাহমুদ ফায়জুল কবীর, জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, জেলা পরিষদ’র চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন, কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন, কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর ফজলুল আলী, বয়োজেষ্ঠ্য আইনজীবী শান্তিপদ ঘোষ, মুজিবুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র নাহিদ আহমদ, রাধাপদ দেব সজল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত প্রমূখ।

 

মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
ন্যায়কুঞ্জ ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ন্যায়কুঞ্জ ভবন উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার বেলা ৪টায় আদালত প্রাঙ্গণে ভবনটির শুভ উদ্বোধন করেন তিনি। এসময় বিচারপতি বলেন, প্রত্যেক মানুষের কিছু অধিকার রয়েছে। আদালতে অসংখ্য বাদী বিবাদী আসেন। আদালতে এসে যদি তারা বসার একটা জায়গা পান, তবে সাময়িক একটু প্রশান্তি অনুভব করবেন।

তিনি বলেন, এরই আলোকে প্রাধান মন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪টি জেলায় “ন্যায়কুঞ্জ” স্থাপন করেছেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কায়সার মোশাররফ ইউসুফ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর, জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, জেলা গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, এড হাবিবুর রহমান, এড. আব্দুল ওয়াহিদ প্রমুখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT