1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নির্মাণ শ্রমিক হত্যার বিচারের দাবিতে দিনব্যাপী অবরোধ - মুক্তকথা
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জামাতের ইফতার, ভিটামিন ‘এ’ প্লাস প্রচার, ভিজিএফ’এর চাল ও হরিণাকান্দি বিএনপি ইফতার শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মণিপুরী ললিতকলায় যখন প্রশিক্ষণ শুরু তখন ‘বাংলাদেশ প্রতিদিন’ ১৬বছরে পা দিয়েছে ১২৭ কর্মকর্তার সাথে আলাপে বসবেন প্রধান উপদেষ্টা গেলো সপ্তাহের বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জ বাংলাদেশী বংশোদ্ভুত আইএস বধু শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার গেলো সপ্তাহের শ্রীমঙ্গল, মৌলবীবাজার ও কমলগঞ্জ বিপজ্জনক অভিযোগ ! উৎসব বোনাস সকল চা-বাগানে প্রদান করা হচ্ছে না কতিপয় বন্ধু মিলে যখন ইফতার আয়োজন করে শ্রীমঙ্গল বিএনপি-ও সম্পন্ন করে ইফতার খাওয়ানো ধর্ষকশাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ ॥ ‘বৈষম্যহীন সমাজ গড়তে হবে’

নির্মাণ শ্রমিক হত্যার বিচারের দাবিতে দিনব্যাপী অবরোধ

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৬২৮ পড়া হয়েছে

প্রনীত রঞ্জন দেবনাথ।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানের ১৫নং সেকশনে গত বৃহস্পতিবার (৬ ফেব্রæয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বেপরোয়া গতির বালুবোঝাই ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে রুহিন মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হন। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার(৭ ফেব্রæয়ারি) সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত কমলগঞ্জের মুন্সিবাজার-মিরতিংগা-ভৈরবগঞ্জ বাজার সড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ নির্মাণ শ্রমিকরা।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান, অর্থ সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক লোকমান হোসেন, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীনসহ সমিতির নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবরোধ পালন করেন। অবরোধ চলাকালে নির্মাণ শ্রমিকরা ঘাতক ট্রাকের চালক চিহ্নিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দেন। নিহত রুহিনের প্রথম জানাজা শুক্রবার বিকাল সোয়া ৪টায় বালুঘাট এলাকায় এবং বিকাল ৫টায় রামচন্দ্রপুর বায়তুলহুদা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
বিয়ের পিড়িতে বসা হলনা রুহিনের: ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল নির্মাণ শ্রমিকের। কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগানের ১৫ নং সেকশনে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বেপরোয়া গতির বালুবোঝাই ট্রাকের চাপায় রুহিনের মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাল বোঝাই ট্রাকটি একই ইউনিয়নের হুসনে আরা এন্ট্রারপ্রাইজের লিজকৃত বালু মহাল থেকে বালু নিয়ে ভৈরবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। দিনের কাজ শেষে শ্রমিকরা বাড়ী ফিরছিলেন। তার সাথে থাকা আরো ২ জন নির্মাণ শ্রমিক সড়ক থেকে পাম্ববর্তী খালে পড়ে জীবন বাঁচান। নিহত নির্মাণ শ্রমিক রুহিন মিয়া রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নানু মিয়ার ছেলে। নিহত রুহিনের বিয়ের কাবিন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শুধু বিয়ের দিন তারিখ ধার্য্য হবার কথা ছিল। কিন্তু বালুবোঝাই ঘাতক ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে প্রাণ হারালো নির্মাণ শ্রমিক রুহিন।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT