মুক্তকথা সংবাদকক্ষ।। আবহমান বাংলার চিরায়িত উৎসব পিঠাপুলি। মৌলভীবাজার শহরের সৈয়ারপুরস্থ মাঝের হাটির নিত্যানন্দ পালের বাড়িতে অনুষ্ঠিত হয় পৌষের পিঠাপুলি উৎসব ২০১৯। গতকাল ১৯ জানোয়ারী আয়োজিত উক্ত অনুষ্ঠানে গ্রাম বাংলার বিলুপ্ত হতে বসা বাহারী রকমের নানান পিঠার আয়োজন ছিল আকর্ষণীয়।
এ ছাড়াও কবি, শিল্পী ও সাংবাদিক রুপক কান্তি ধরের সম্পাদনায় একটি সাহিত্য পত্রিকা “মাসিক চায়ের রাজরাণী”এর প্রকাশনা উৎসবও হয়ে গেলো এদিন। পিঠাপুলি আর পুস্তিকা প্রকাশনাকে সামনে রেখে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রচুর দর্শনার্থীদের উপস্থিতিতে মনোঞ্জ সংগীত পরিবেশন করেন, শিল্পী জালাল নূরী, অর্পা, রুপা, রিংকু দাস, অপি ধর, রবিলাল, রাহুল, শুভ, অনিকা। নৃত্যে ছিলেন প্রাপ্তি, উর্মি ও বিদ্যুৎ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রানা মজুমদার বাপ্পি।