1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বছরব্যাপী অনুষ্ঠানমালার মধ্যদিয়ে যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হবে - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

বছরব্যাপী অনুষ্ঠানমালার মধ্যদিয়ে যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হবে

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ১০৪৫ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। জাতীয়ভাবে ১৭ মার্চ ২০২০সাল থেকে ১৭ মার্চ ২০২১সাল অবদি ‘মুজিববর্ষ’ ঘোষিত হওয়ার প্রেক্ষিতে বিলেতে বছরব্যাপী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে গঠিত হয়েছে “জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন নাগরীক কমিটি, যুক্তরাজ্য”। ৬৫ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি আসন্ন ১৭ই মার্চ থেকে শুরু করে ১৭মার্চ ২০২১সাল অবদি বিলেতের বিভিন্ন শহরে মোট ২৪টি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের এক সুদীর্ঘ কর্মসূচী প্রনয়ন করেছে। এই কর্মসূচী শুরুর সূচনায় গত ১৮ ফেব্রুয়ারী লণ্ডন, টা‌ওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকার একটি রেঁস্তোরায় আয়োজিত হয় সাংবাদিক সম্মেলন। সংবাদ সম্মেলনে লণ্ডনের বাংলাভাষাভাষি সংবাদকর্মী ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বছরব্যাপী সেই কর্মসূচীর ঘোষণা দেয়া হয়। ঘোষণায় জানানো হয় যে, খ্যাতিমান কলাম লেখক সাংবাদিক আব্দুল গফ্ফার চৌধুরীকে আহ্বায়ক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি কম্যুনিটি নেতা সুলতান মোহাম্মদ শরীফকে কার্যকরী আহ্বায়ক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুককে সদস্য সচিব মনোনীত করে সর্বমোট ৬৫সদস্য বিশিষ্ট ‘জন্মশতবার্ষিকী উদযাপন নাগরীক কমিটি’ গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে লণ্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমকে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রাখা হয়েছে। কমিটিতে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন ছাড়াও মোট ৩১টি স্থানীয় সংগঠন সরাসরি যুক্ত রয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থাপিত বক্তব্যে আরো জানানো হয় যে বিশ্বের ১৯৫টি দেশে ঐতিহাসিক মুজিববর্ষ পালিত হবে। উদযাপন কমিটির সচিব এস আর ফারুক জানান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সমালোচনাকারী ও বিরুধী জঙ্গিবাদী কোন ব্যক্তি বা সংগঠন ছাড়া ইচ্ছুক উৎসাহী যে কেউ এই কমিটির সদস্য হতে পারবেন, তাদের জন্য কমিটির দ্বার উন্মুক্ত।
বিলেতে ‘মুজিববর্ষ’ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে একশত হাজার পাউণ্ডের তহবীল আনা হয়েছে, সাংবাদিকদের এমন একটি প্রশ্নের উত্তরে এমন সংবাদকে ডাহা মিথ্যা বলে মন্তব্য করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক উল্লেখ করে জনৈক সাংবাদিকের মন্তব্য ছিল যেহেতু জাতির জনক অতএব তার মত ব্যক্তিত্বের জন্মশতবার্ষিকী পালনে সকলের অংশীদারীত্ব নিশ্চিত করতে হবে। তিনি শুধুই আওয়ামীলীগের নন, তাকে আওয়ামীলীগের সংকীর্ণ আঙ্গিনা থেকে বের করে নিয়ে এসে সত্যিকার অর্থে জাতির পিতার মর্যাদা দিতে সক্ষম হলে তবেই তার জন্মশতবার্ষিকী সার্থক রূপ পাবে।
সেবা প্রতিষ্ঠান ‘আপাসান্ত’ পরিচালক মাহমুদ হাসানের আনীত সফল অনুষ্ঠানের কৌশল নির্ণয়ের প্রস্তাব, ক্যাটারার্স এসোসিয়েশন সভাপতি এম এ মুনিম আহমদের দায়ীত্ব বন্টন ও তহবীল সংগ্রহের প্রস্তাব এবং জাসদ সভাপতি সাংবাদিক হারুনূর রশীদের বঙ্গবন্ধুকে নিয়ে নতুন প্রজন্মের রচনা আহ্বান ও স্মরণিকা প্রকাশের প্রস্তাবনা সভায় গৃহীত হয়।
সংবাদ সম্মেলনে গঠিত কমিটির পক্ষ থেকে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংবাদ সম্মেলনের সভাপতি যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ,  যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব জালালউদ্দীন, যুক্তরাজ্য বাসদ সভাপতি গয়াসুর রহমান, যুক্তরাজ্য ন্যাপ সভাপতি আজিজুর রহমান, লণ্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি এমদাদুল হক চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক নইম উদ্দীন রিয়াজ, মারুফ আহমদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, দপ্তর সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ- শাহ শামীম আহমদ সহ আরো অনেকেই।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কার্যকরী আহ্বায়ক সুলতান মোহাম্মদ শরীফ এবং সঞ্চালনা করেন সচিব এস এস আর ফারুক।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT