1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাংগালী... বৃটেনে বাংগালীদের প্রিয় অতিপরিচিত মুখ জালাল উদ্দীন আর নেই - মুক্তকথা
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

বিলেতে বাংগালী… বৃটেনে বাংগালীদের প্রিয় অতিপরিচিত মুখ জালাল উদ্দীন আর নেই

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪৯ পড়া হয়েছে

বৃটেনের বাংগালী সম্প্রদায়ের খ্যাতিমান ব্যক্তিত্ব
জালাল উদ্দীন আর নেই


 

বৃটেনে বাঙ্গালীদের প্রাচীনতম সামাজিক ও কর্মজীবীদের সংগঠন ‘বাংলাদেশ ক‍্যাটারারস এসোসিয়েশন, ইউকে’-এর সাবেক সভাপতি ও বাঙ্গালী জনগোষ্ঠীর প্রিয় মুখ, বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব জালাল উদ্দিন আহমদ গত রাতে লণ্ডনের একটি কেয়ার হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন(স্রষ্টা যেমতে রাজী আমরাও তাতে রাজী)। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

একমাত্র কন্যা শিক্ষিকা সুরাইয়াকে নিয়ে স্ত্রীসহ জালাল উদ্দীন। সময় ২০২১ সাল। ছবি: মুক্তকথা

আজ ১৬ এপ্রিল বুধবার জোহর নামাজের পর( ১-৩০মিনিটে) তার জানাযার নামাজ হোয়াইট চ‍্যাপেল সড়কের পূর্ব লণ্ডন মসজিদে অনুষ্ঠিত হয়।

প্রয়াত জালাল উদ্দীন ১৯৬১সালে পূর্বপাকিস্তানী আমলে বৃটেনে পাড়ি জমান। তিনি সে সময়কার মৌলবীবাজার লোক্যাল বোর্ডে চাকরীরত ছিলেন। প্রয়াত জালাল উদ্দীন নিজ অধ্যবসায়ে সেই সত্তুরের দশকেই  বৃটিশ সমাজে একজন ভারতীয় খাদ্য পরিবেশনকারী হিসেবে সুপরিচিত হয়ে উঠেন। ব্যবসার পাশাপাশি তিনি একজন নীতিবান সমাজসেবী ছিলেন। বৃটেনে চালু হওয়া ভারতীয় রন্ধন শৈলীকে একটি শিল্পে(ক্যাটারিং ইণ্ডাস্ট্রী) উত্তরণ ঘটাতে আরো অনেকের সাথে তিনিও অগ্রপথিক হিসেবে কাজ করে গেছেন। ব্যক্তিজীবনে তিনি ট্রাভেলস ব‍্যবসায়ও কিছুকাল সময় কাটান; ছিলেন একজন পরোপকারী সমাজদরদী মানুষ।

স্ত্রীকে নিয়ে আমি ও ফকরু’র সাথে প্রয়াত জালাল উদ্দীন। সময়-২০২১সাল। ছবি: মুক্তকথা

মৌলভীবাজার উপজেলার কুচার মহল গ্রামের সুসন্তান প্রয়াত জালাল উদ্দীন স্ত্রী-কন্যা নিয়ে লণ্ডনের নর্থউড এলাকায় বসবাস করতেন।
মরহুমের মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেমডেনে বাঙ্গালী সম্প্রদায়ের প্রবীন নেতা নূরুল হক চৌধুরী,  বিশেষ ব্যক্তিত্ব ফারুক বক্স,  বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ, ব‍্যাংকার নজরুল খান, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও প্রাক্তন মেয়র আব্দুল কাদির।

[উল্লেখ্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে আমরা প্রয়াত জালালউদ্দীনকে নিয়ে একটি সাক্ষাৎকার প্রকাশ করেছিলাম।]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT