1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিলেতে বাঙ্গালী…

বিশেষ প্রতিবেদক॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ পড়া হয়েছে

আনজুমানে আল ইসলাহ ইউকে’র
বর্ণাঢ্য মীলাদুন্নবী সম্মেলন

বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা(সাঃ)এর আগমন বার্ষিকী মীলাদুন্নবীর আনন্দ উৎসব উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ইউকে’র উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে মহা মিলাদুন্নবী সম্মেলন। রোববার (১৫ সপ্টেম্বের) লন্ডনের ‘দ্যা এট্রিয়াম সম্মেলন গৃহে আনজুমানে আল ইসলাহ ইউকে’র প্রেসিডেন্ট শাইখুল হাদীস আল্লামা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন আরব আমিরাতের প্রখ্যাত জ্ঞানী, ইসলাম বিষয়ক বিভাগ এবং সেবাধর্মী কাজের দুবাই এর জ্যেষ্ঠ উলামা কাউন্সিল সদস্য, হাদীস গবেষক, শায়খে ডক্টর আব্দুল হাকিম বনি মুহাম্মদ আল আনিস।

সহকারী সম্পাদক মাওলানা ফরিদ আহমদ চৌধুরী এবং মাওলানা খায়রুল হুদা খান এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন লতিফিয়া উলামা সোসাইটি ইউকে’র সভাপতি মাওলানা শেহাব উদ্দিন, আনজুমানে আল ইসলাহ ইউকে’র সহসভাপতি মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা সাদ উদ্দীন সিদ্দিকি, লতিফিয়া কারী সোসাইটি ইউকে’র সম্পাদক মুফতি মাওলানা আশরাফুর রহমান, বৃটিশ মুসলিম স্কুল বার্মিংহাম এর প্রিন্সিপাল মাওলানা এম এ কাদরি আল হাসান, দারুল হাদীস লতিফিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল কাহহার, দারুল হাদীস লাতফিয়ার শিক্ষক মাওলানা এমএ আউয়াল হেলাল, মাওলানা নুরুল ইসলাম, মুসলিম শরিয়াহ কাউন্সিল ইউকে’র কার্যকরী সম্পাদক মাওলানা মুফতি মারুফ আহমদ, আল ইসলাহ ইয়ুথ এর পরিচালক সৈয়দ মাহমুদ হোসাইন, ওয়েলস বিভাগের সভাপতি হাফিয মাওলানা ফারুক আহমদ, পূর্বাঞ্চলের সভাপতি আলহাজ আবদুস সালাম, বৃহৎ লণ্ডন বিভাগের সহসভাপতি মাওলানা মোঃ আবদুল কুদ্দুছ, দারুল হাদীস লাতিফিয়ার শিক্ষক মাওলানা জয়নাল আবেদিন প্রমুখ।
 

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকে’র সহসভাপতি হাফিজ কয়েছুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে শায়খে ডক্টর আব্দুল হাকিম বনি মুহাম্মদ আল আনিস বলেন, সাহাবায়ে করিম আল্লাহর রাসূলের জীবনকে প্রত্যক্ষ করেছেন, তাঁর আখলাক, তাঁর চরিত্র, তাঁর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তাঁর প্রতি তাঁদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল। সেই আদর্শ, ভালোবাসা এবং অনুসরণকে পূণরুজ্জিবীত করতে মাহফিলে মিলাদুন্নবী একটি মহান মাধ্যম। তিনি বলেন, আমাদের প্রিয়নবী(সা.) নিজের জন্মদিনের প্রতি গুরুত্বারোপ করে সোমবার দিন রোযা রাখতেন। সুতরাং আল্লাহর রাসূলের জন্মদিনকে গুরুত্ব প্রদান করা এবং এদিন উপলক্ষে এরকম আয়োজন করা অবশ্যই সম্মান, মর্যাদা এবং গুরুত্বের দাবি রাখে।

কারী সুফিয়ান বিল্লাহর কুরআন তিলাওয়াত এর মাধ্যমে সূচিত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আলহাজ খুরশিদুল হক, যুগ্নসম্পাদক আলহাজ বদরুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুজতবা হাসান চৌধুরী, লন্ডন ডিভিশনের সেক্রেটারি আলহাজ সদরুল ইসলাম, ইস্ট ডিভিশনের সেক্রেটারি মিযান খান, কাউন্সিলর দিলাওয়ার আলী, মাওলানা মুসলেহ উদ্দিন, আলহাজ সৈয়দ বদরুল হোসাইন, সাংবাদিক মুহিব চৌধুরী, জকিগন্জ কল্যাণ সমিতির সভাপতি আলহাজ হারুন চৌধুরী, নজরুল ইসলাম গজনবী, হাফিজ আসকরি মিয়া, নজমুল ইসলাম আবুল, মাওলানা আবুল কালাম, মাওলানা রুহুল আমীন, হাফিয আবদুল হাকীম, আলহাজ আবুল কাশেম, হাফিয মাছুম আহমদ, মুফতী আবদুল ওয়াদুদ লতিফী প্রমুখ।

বক্তব্যের ফাঁকে ফাঁকে সুললিত কন্ঠে নাতে রাসূল(সা.) গেয়ে শ্রোতাদের মন ও মনন রসুল প্রেমে ভরিয়ে তুলেন প্রখ্যাত নাশীদ শিল্পী মাওলানা কায়েদ উদ্দীন, মাওলানা সুলতান আহমদ, মাওলানা আবদুল মুহিত, নিয়াজ আহমদ প্রমুখ।

মিলাদ মাহফিল পরিচালনা করেন দারুল হাদীস লতিফিয়ার সহকারী প্রধান শিক্ষক হাফিয মাওলানা আনহার আহমদ। মহাসম্মেলন ইউকে’র বিভিন্ন শহর থেকে আনজুমানে আল ইসলাহর নেতা-কর্মী, উলামায়ে করিমসহ সহস্রাধিক নবী প্রেমিক মুসলিম জনতা উপস্থিত হন। মহানান্দ মীলাদুন্নবী (সা.) সম্মেলন উপলক্ষে রাসূলে পাক(সা.) এর উপর দশ মিলিয়ন দুরুদ পাঠের উদ্যোগ নেওয়া হয় এবং এতে ব্যাপক সাড়া মিলে। মাহফিল শেষে মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা ও বিশেষ মুনাজাত করেন মাহফিলের প্রধান অতিথি শায়খে ডক্টর আব্দুল হাকিম বনি মুহাম্মদ আল আনিস।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT