1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভাষা শহীদ স্মরণে লাখো মঙ্গলদীপ জ্বালালো নড়াইল 'সম্মিলিত সাংস্কৃতিক জোট' - মুক্তকথা
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ পূর্বাহ্ন

ভাষা শহীদ স্মরণে লাখো মঙ্গলদীপ জ্বালালো নড়াইল ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’

মুক্তকথা সংবাদকক্ষ॥
  • প্রকাশকাল : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৬৫ পড়া হয়েছে
লাখো মঙ্গলদীপ জ্বালানো। ছবি: ইত্তেফাক

ভাষা শহীদদের স্মরণে এক লাখ মঙ্গল দীপ জ্বালালো নড়াইলের ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’এর শিল্পীগন। ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এই প্রার্থনা ধ্বনিকে সামনে নিয়ে অন্যান্যবারের মত এবারও নড়াইলের সরকারি ভিক্টোরিয়া মহাবিদ্যালয়ের মাঠে ভাষা শহীদদের স্মরণে জ্বালানো হয় এক লাখ মঙ্গল দীপ। খবর দৈনিক ইত্তেফাকের।
জানা যায়, একুশের দিনের শেষে সন্ধ্যা নামার সাথে সাথেই শুরু হয় লাখো মঙ্গল দীপ জ্বালানোর বিশাল মহাকর্ম। এই মঙ্গল প্রদীপে আগুন ধরিয়ে দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এই দীপ জ্বালানোর মাধ্যমে শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, বাংলা বর্ণমালা, আল্পনাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয়। এ সময় ভাষা দিবসের ৭০তম বছর উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ৭০টি ফানুষ শূণ্যে ছেড়ে দেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT