1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ভোটে বেহিসেবি খরচের জন্য সারকোজি'কে কাঠগড়ায় দাড়াতে হবে - মুক্তকথা
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

ভোটে বেহিসেবি খরচের জন্য সারকোজি’কে কাঠগড়ায় দাড়াতে হবে

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৯২৩ পড়া হয়েছে

ছবি: এএফপি এর।

লন্ডন: মঙ্গলবার, ২৪শে মাঘ ১৪২৩।। প্রাক্তন ফরাসী প্রেসিডেন্ট সারকোজিকে আইনের সন্মুখীন হতে হবে। এমনই আদেশ দিয়েছেন একজন ফরাসী বিচারক। সারকোজিকে তার প্রচারাভিযানের বিপুল পরিমান খরচের জন্য এই আইনী মোকাবেলার সন্মুখীন হতে হবে। তার দল ২০১২ সালের নির্বাচন প্রচারাভিযানে যে ১৮মিলিয়ন ইউরো, পাউন্ডের হিসেবে ১৫মিলিয়ন পাউন্ড খরচ করেছিলেন তার হিসেব সঠিকভাবে দেন নি। এই অভিযোগে তাকে আদালতের মোকাবেলা করতে হবে। খবর প্রকাশ করেছে রয়টার।

সারকোজি অবশ্য বলেছেন তিনি এই অতিরিক্ত খরচের বিষয়ে জানতেন এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিপরীতে পুণর্বিচারের আবেদন করবেন। তিনি ২০১২ সালের নির্বচনে পরাজিত হয়েছিলেন এবং এ বছরের নির্বাচনে আবার প্রতিদ্বন্ধিতা করার প্রয়াসেও ব্যর্থ হন।

রয়টার আরও লিখেছে, সারকোজি ও তার দলের বিরুদ্ধে আনীত আর্থিক খরচ গোপনের এই মামলা “বিগমেলায়ন স্কেন্ডাল”(Bygmalion scandal) বলেই পরিচিত। ওই সময় সারকোজির দল ইউএমপি নামে পরিচিত ছিল এবং তাদের পরিচিত একটি পিআর কোম্পানীর সাথে যোগসাজসে নির্বাচনী অতিরিক্ত খরচ গোপন করার সুযোগ নেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT