1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মন্ত্রীসভায় রদবদল, চারজন মন্ত্রীকে বরখাস্ত করেছেন তেরেশা মে - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

মন্ত্রীসভায় রদবদল, চারজন মন্ত্রীকে বরখাস্ত করেছেন তেরেশা মে

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ১২১৯ পড়া হয়েছে

লন্ডন: মন্ত্রীসভায় রদবদল করতে গিয়ে তেরেশা মে চারজন মন্ত্রীকে বরখাস্ত করেছেন। এই রদবদলের শিকার হয়েছেন শিক্ষা নবীশ বিষয়ক মন্ত্রী রবার্ট হাফন, বিচার বিষয়ক মন্ত্রী স্যার অলিভার হিল্ড, ব্রেক্সিট মন্ত্রী ডেভিড জোনস এবং প্রতিরক্ষা মন্ত্রী মাইক পেনিং। মন্ত্রীসভায় রদবদল করতে গিয়ে সোমবার রাতেই তাদের বরখাস্ত করেছেন।
এই সাথে তিনি নতুন মন্ত্রীর নিয়োগও দিয়েছেন। নয়া মন্ত্রী হিসেবে যারা যোগ দিচ্ছেন তারা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রী- নিক হার্ড, বিচার মন্ত্রী- ডমিনিক রেব, শিক্ষামন্ত্রী- এনে মিল্টন ও রবার্ট গুডউইল; ব্রেক্সিট মন্ত্রী- ব্যরোনেস এইনলে এবং ব্যবসা মন্ত্রী- ক্লেয়ার পেরি।
বরিস জনসনের ভাই জো জনসনকে বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞানমন্ত্রী হিসেবে পুনঃ নিয়োগ দেয়া হয়েছে। দুঃখজনক নির্বাচনী ফলাফলের পর এই প্রথমবারের মত প্রধানমন্ত্রী তেরেশা মে মন্ত্রীসভা নিয়ে বসেছিলেন। মন্ত্রীদের বৈঠকে তেরেশা মে বলেন- “আমি সকলকে এই জঞ্জালের মধ্যে নিয়েছি আর আমিই এখন এই জঞ্জাল থেকে বের করে নিয়ে আসবো।”

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT