লণ্ডন।। ভারতের ত্রিপুরা রাজ্যের বিজেপি দলীয় নতুন মুখ্যমন্ত্রীর অবাককরা অবিশ্বাস্য দাবীর খবর সুদূর লণ্ডন পর্যন্ত পৌঁছে মানুষ হাসানোর বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনের বরাত দিয়ে ‘সময় এখন’ লিখেছে যে ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গত মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে ইন্টারনেট আবিষ্কার নিয়ে কথা বলতে গিয়ে দাবী করেছেন, হাজার বছর আগেই প্রাচীন ভারতের মানুষেরা ইন্টারনেট আবিষ্কার করে ব্যবহার করেছেন। তার এমন দাবীর পক্ষে প্রমাণ দিতে গিয়ে তিনি মহাভারতীয় কুরুক্ষেত্র যুদ্ধের কথা উল্লেখ করেন।
তবে মূখ্যমন্ত্রীর এমনদাবীকে অনেকেই গ্রহন করেননি বরং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর এমন আজগুবি দাবী নিয়ে গণযোগাযোগ মাধ্যমে দেশের সাধারণ মানুষের মধ্যেই ব্যঙ্গ-বিদ্রুপের সৃষ্টি হয়েছে। তার এ দাবীকে নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।