1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজার জেলা সরকারী কলেজ শিক্ষক সমিতি গঠিত - মুক্তকথা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

মৌলভীবাজার জেলা সরকারী কলেজ শিক্ষক সমিতি গঠিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৫ মে, ২০১৯
  • ৩৮৫ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদ।। গত শুক্রবার ৩রা মে স্থানীয় প্রেসক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মৌলভীবাজার সরকারী কলেজ শিক্ষক সমিতি গঠন করা হয়। বিকাল ৫টায় আয়োজিত উক্ত সভায় মৌলভীবাজার জেলার সদ্য সরকারীকৃত ৫টি মহাবিদ্যালয়ের শিক্ষকদের কল্যাণের উদ্দেশ্যে গঠিত উক্ত শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক পদে যথাক্রমে সহকারী অধ্যাপক রজতকান্তি গোস্বামী ও প্রভাষক মোহাম্মদ জসীম উদ্দিনকে সম্পাদক নির্বাচিত করে মোট ২১সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিওর সহসভাপতি কামরুল ইসলাম সবুজ এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দিপু কুমার গোপ। সভায় সভাপতিত্ব করেন বড়লেখা সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সবুর।
প্রধান অতিথি কামরুল ইসলাম সবুজ তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আসন্ন জন্ম শতবার্ষিকী উপলক্ষে তাদের সংগঠনের উদ্যোগে আগামী শীতে ঢাকায় ‘জাতির জনক বঙ্গবন্ধু অলিম্পিয়াড’ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT