1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজার প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব, সম্পাদক কুটি নির্বাচিত - মুক্তকথা
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জামাতের ইফতার, ভিটামিন ‘এ’ প্লাস প্রচার, ভিজিএফ’এর চাল ও হরিণাকান্দি বিএনপি ইফতার শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি মণিপুরী ললিতকলায় যখন প্রশিক্ষণ শুরু তখন ‘বাংলাদেশ প্রতিদিন’ ১৬বছরে পা দিয়েছে ১২৭ কর্মকর্তার সাথে আলাপে বসবেন প্রধান উপদেষ্টা গেলো সপ্তাহের বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জ বাংলাদেশী বংশোদ্ভুত আইএস বধু শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার গেলো সপ্তাহের শ্রীমঙ্গল, মৌলবীবাজার ও কমলগঞ্জ বিপজ্জনক অভিযোগ ! উৎসব বোনাস সকল চা-বাগানে প্রদান করা হচ্ছে না কতিপয় বন্ধু মিলে যখন ইফতার আয়োজন করে শ্রীমঙ্গল বিএনপি-ও সম্পন্ন করে ইফতার খাওয়ানো ধর্ষকশাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ ॥ ‘বৈষম্যহীন সমাজ গড়তে হবে’

মৌলভীবাজার প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মাহবুব, সম্পাদক কুটি নির্বাচিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ৮৪০ পড়া হয়েছে

মৌলভীবাজার অফিস।। জেলা সদরে অবস্থিত সংবাদ কর্মীদের সংগঠন মৌলভীবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আব্দুল হামিদ মাহবুব ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সরওয়ার আহমদ পেয়েছেন ৯ ভোট। সহ-সভাপতি পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে দুজন বিজয়ী হয়েছেন। বাংলাভিশন ও জনকন্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন ১৬ ভোট ও এটিএন নিউজ/এটিএন বাংলা টিভির জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য দুই প্রতিদ্বন্দ্বি এ্যাডভোকেট নুরুল ইসলাম সেফুল ১০ ভোট ও অশোক কুমার দাশ পেয়েছেন ১২ ভোট।
সাধারণ সম্পাদক পদে দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ফেরদৌস আহমদ পেয়েছেন ১২ ভোট। যুগ্ম-সম্পাদক পদে দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ ১৪ ভোট, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক সমকালের জেলা প্রতিনিধি নূরুল ইসলাম ১৩ ও দৈনিক বর্তমান প্রতিনিধি এস এম মেহেদী হাসান পেয়েছেন ৯ ভোট। কোষাধ্যক্ষ পদে ডিবিসি টিভির জেলা প্রতিনিধি পান্না দত্ত ১৬ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সময় টিভির জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমান পেয়েছেন ১৫ ভোট। এবারের নির্বাচনে ১৫ পদের মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সম্পাদক পদে ৪ জন ও কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন ।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দফতর সম্পাদক পদে পার্থ সারথী পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুজাহিদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ মাহবুবুর রহমান রাহেল নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য পদে দেওয়ান মুক্তাদির গাজী, মোঃ আজাদুর রহমান, স,ই,সরকার জবলু, বকসী মিছবাহ্ উর রহমান, আফরোজ আহমদ নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এর আগে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এমএ সালাম এর সভাপতিত্বে সাধারণ সভায় বিগত বছরের সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন মৌলভীবাজার
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী। এসময় বক্তব্য দেন, সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব, সরওয়ার আহমদ, ডাঃ সাদিক আহমদ, আজাদুর রহমান, বকসি ইকবাল আহমদ, মহসীন পারভেজ, নজরুল ইসলাম মুহিব, সালেহ এলাহী কুটি, ফেরদৌস আহমদ, বিকুল চক্রবর্তী প্রমূখ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT