আশরাফ আলী, মৌলভীবাজার: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মৌলভীবাজার ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে বার্ষিক শিক্ষা সফর মাধবপুর লেইক, বিটিআরআই, বধ্যভূমি ৭১এ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ৭ মার্চ ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর লেইক, শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা
ইনিস্টিটিউট ও বধ্যভূমিতে প্রাকৃতিক সৌন্দর্যকে সাথে নিয়ে তখন সেলফি উৎসব আর ফটোসেশন করেন সদস্যরা। এসময় বিভিন্ন ধরনের খেলাধূলা ও প্রতিযোগীতার আয়োজন করা হয়। এবং আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সদস্যদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সূদৃঢ় করতে চমকপ্রদ এই আয়োজনের সার্বিক নেতৃত্বে ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুর্শেদ আহমদ, মহাসচিব আব্দুল মুমিত, অর্থ সম্পাদক মিছবাহুল হাসান। এছাড়াও শিক্ষা সফরে ছিলেন ফাউন্ডেশনের কার্যকরি পরিষদের সদস্য খাইরুল ইসলাম, আব্দুল কাইয়ুম, জুনেদ আহমদ ফাহিম, সিদ্দিকুজ্জামান শাহিন, আব্দুল মুহিত সহ প্রমুখ।