1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত - মুক্তকথা
মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আব্দুল ওয়াদুদ॥
  • প্রকাশকাল : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৪১ পড়া হয়েছে


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে মৌলভীবাজারে পালিত হয়েছে ঐতিহাসিক এ দিনটি। রোববার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে স্বধীনতার স্থপতির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা জানিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যন কামাল হোসেন, পৌর মেয়র মোঃ ফজলুর রহমানসহ অন্যান্যরা। এ সময় তাঁর প্রতিকৃতির বেদীতে উপস্থিত সকলে শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহরে বর্ণাঢ্য জয়বাংলা সাইকেল শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও আওয়ামীলীগ নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এছাড়াও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও আওয়ামীলীগ পৃথক আলোচনার সভার আয়োজন করেছে। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন ৭ মার্চ। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয়বাংলা।’ জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিকবিষয়ক সংস্থা ইউনেসকো।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT