1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
যাবজ্জীবন সাজার পলাতক আসামী গ্রেফতার, সংবর্ধনা, চক্ষুশিবির ও বৃক্ষরূপন - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:২৯ পূর্বাহ্ন

যাবজ্জীবন সাজার পলাতক আসামী গ্রেফতার, সংবর্ধনা, চক্ষুশিবির ও বৃক্ষরূপন

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৭৯ পড়া হয়েছে

শিশু কন্যা হত্যা মামলায় যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে নিজ শিশু কন্যাকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছমির মিয়াকে(৩৩) ১৩ বছর পর গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার(১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড় এর নেতৃত্বে এসআই মো. নাজমুল হক, এসআই অনিক রঞ্জন ও শমসেরনগর ফাঁড়ি পুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ছমির মিয়া কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।

জানা যায়, ২০১১ সালে রামচন্দ্রপুর এলাকায় স্ত্রীর সাথে ঝগড়া করে নিজের ৩ বছরের শিশু কন্যা ফাহিমাকে বাড়ির পাশে ধলই নদীতে ফেলে হত্যা করে ঘাতক পিতা ছমির মিয়া। এ ঘটনায় নিহত শিশুর মা রুবি বেগম বাদী হয়ে ঘাতক স্বামী ছমির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। ঘটনার পর থেকেই ছমির আতœগোপনে চলে যায়। গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১৩ বছর পর খুনি ছমির মিয়াকে পুলিশ আটক করতে সক্ষম হয়।

কমলগঞ্জ থানার ওসি(তদন্ত) আব্দুর রাজ্জাক আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আসামী ছমিরকে শনিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুলকে সংবর্ধনা ও আল ফালাহ ইসলামী সোসাইটির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১২ জুলাই) রাত ১০ টায় উপজেলার মাধবপুর নোয়াগাঁও মাদ্রাসা মাঠে আল-ফালাহ্ ইসলামী সোসাইটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সোসাইটির উপদেষ্টা মাওলানা নূরুল মুত্তাকীন জুনাইদ। সোসাইটির সভাপতি মাওলানা হোসাইন আহমদ খালেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী, সাংবাদিক শাহীন আহমেদ, মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া। বক্তব্য রাখেন যুবলীগ নেতা আবুল বশর জিল্লুল, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন প্রমুখ।

 

 

বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার শহীদনগর বাজারে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ও বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাচঁশত রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে। এ সময় ৭৫ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ১০০ জন রোগীকে চশমা বিতরণ করা হয়।

গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। সাংবাদিক মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি শেখ জহির উদ্দিন, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুল প্রমুখ। দিনব্যাপী চক্ষু শিবিরে সেবা প্রদান করেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান আহমেদ, অঞ্জন দেবনাথ ও ডা. মোজাহের হুসেন।

 

 

কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের সব মন্দিরসহ দেবালয়ের পতিত জমিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। শুক্রবার(১২ জুলাই) দুপুরে কমলগঞ্জ পৌরসভার নছরতপুর সার্বজনীন দুর্গাবাড়ি প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়।

উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল চন্দ্র মালাকারসহ সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT