1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাজস্থানে এক ব্যক্তিকে পিটিয়ে মারল গোরক্ষকেরা - মুক্তকথা
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০১:৫৬ অপরাহ্ন

রাজস্থানে এক ব্যক্তিকে পিটিয়ে মারল গোরক্ষকেরা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ৪০৮ পড়া হয়েছে
প্রতীকী ছবি

লন্ডন: বুধবার, ২২শে চৈত্র ১৪২৩।। এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল গো-রক্ষকদের বিরুদ্ধে। মৃতের নাম পহেলু খান (৫০)। রাজস্থানের আলওয়ার জেলার ঘটনা।
অভিযোগ, গত শনিবার পহেলু খান জয়পপুর থেকে গরু কিনে তাঁর চার সঙ্গীর সঙ্গে হরিয়ানার নু-তে ফিরছিলেন। জয়পুর-দিল্লি জাতীয় সড়কে বেহরোরের কাছে তাঁদের গাড়ি আটকায় গো-রক্ষকদের দল।
পুলিশ জানিয়েছে, দু’পক্ষের মধ্যে বচসা হওয়ার পরই পহেলু ও তাঁর সঙ্গীদের উপর চড়াও হয় ওই দলটি। বেধড়ক মারধর করে পাঁচ জনকেই। গুরুতর জখম হন পহেলু খান ও তাঁর সঙ্গীরা। পুলিশ আসতে দেখে সেখান থেকে চম্পট দেয় গো-রক্ষকের দল। পহেলু ও তাঁর সঙ্গীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার রাতেই মৃত্যু হয় পহেলু খানের। তাঁর সঙ্গীদের এখনও চিকিত্সা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পহেলুর এক সঙ্গী জানান, ওই দিন তাঁদের গাড়ি আটকানোর পর গরু কিনে নিয়ে যাওয়ার সমস্ত কাগজপত্রও দেখান তাঁরা। কিন্তু কোনও কথাই শোনেনি দলটি। অবৈধ ভাবে গরু নিয়ে যাওয়ার অভিযোগ তুলে বেধড়ক মারধর করে। তাঁদের গাড়িও ভাঙচুর করে দলটি।
এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। -আনন্দবাজার থেকে

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT