1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লন্ডনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || আয়োজনে বাংলাদেশ প্রোগ্রেসিভ ফোরাম - মুক্তকথা
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

লন্ডনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || আয়োজনে বাংলাদেশ প্রোগ্রেসিভ ফোরাম

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩০২ পড়া হয়েছে
ছোট্ট খুকী

ডাঃ মোখলেছ

ভাষা দিবস

লন্ডন: সোমবার, ১৫ই ফাল্গুন ১৪২৩।। বেশ ঘটা করে যুক্তরাজ্য “বাংলাদেশ প্রোগ্রেসিভ ফোরাম” আয়োজন করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সংক্ষিপ্ত সঙ্গীতানুষ্ঠান। আলোচনায় উঠে আসে, বৃটেনের বাংলাদেশী বংশোদ্ভূত নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি আরো বেশী করে তোলে ধরার বিষয়। বক্তাগন বাংলাদেশী অভিবাবকদের পাশাপাশি লন্ডনস্ত বাংলাদেশ হাইকমিশনকে আরো বেশী করে উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

লন্ডনের ১০১ খৃশ্চিয়ান স্টিটে অবস্থিত হার্কনেচ হাউস কম্যুনিটি সেন্টারে সেই আয়োজনের মেলা বসে। দু’পর্বে ভাগ করা আয়োজনে শুরুতেই ছিল আলোচনা সভা। আলোচনায় অংশ নেন, মুজিবুল হক মনি, সুশান্তকুমার বালা, নজরুল ইসলাম, রীনা মোশাররফ, আব্দুল আজিজ তকি, গয়াছুর রহমান, রহিমা রহমান, গোলাম কবির ও খলিল কাজী। কবিতা পাঠ করেন নজরুল ইসলাম ও রুবি হক।
উপভোগ্য উক্ত অনুষ্ঠানে পৌরহিত্য করেন লন্ডনে বাঙ্গালীদের সুপরিচিত মুখ যশঃদ চিকিৎসক প্রগতিশীল রাজনীতিক ডাঃ মোখলেছুর রহমান। পুরোটা অনুষ্ঠান যার সঞ্চালনা ও ধারা রক্ষায় জীবন্ত হয়ে উঠেছিল তিনি হলেন অভিজ্ঞ সমাজকর্মী প্রগতিপন্থি রাজনীতিক সরোয়ার আহমেদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন সুখ্যাত দুই বাঙ্গালী শিল্পী হিরক ও বাবু আর ছোট্ট খুকী।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT