1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
লন্ডন স্থানীয় সরকারের কিছু খবর - মুক্তকথা
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০১:৫১ অপরাহ্ন

লন্ডন স্থানীয় সরকারের কিছু খবর

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭
  • ৮৮৪ পড়া হয়েছে

ছোট ব্যবসাবান্ধব বরো রোয়েদাদ বা দান

“ছোট ব্যবসাবান্ধব বরো রোয়েদাদ বা দান” যৌথভাবে সংগঠিত করা হয় “ফেডারেশন অব স্মল বিজিনেস” এর লন্ডন অঞ্চল এবং “লন্ডন কাউন্সিলস” মিলে। এর উদ্দেশ্য “লন্ডন কাউন্সিলস” কর্তৃক যে সব প্রদর্শনী প্রকল্প বাস্তবায়ন করা হয়, লন্ডনের ছোট ব্যবসা গুষ্ঠীর উপর সেগুলির ইতিবাচক প্রতিফলন বা উপকারিতাকে ছোট-খাটো উৎসব আয়োজনের মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরা।

ফেডারেশন অব স্মল বিজনেস

যেসব বৈশিষ্ট্যের জন্য এই রোয়েদাদ বা দান প্রদান করা হয় সেগুলো হল:-
বিবেচনা করা হয়, সবদিক থেকে উন্নত ‘ছোট ব্যবসাবান্ধব বরো’ যে’ টি হবে,
বিবেচনা করা হয়, সবদিক থেকে উন্নত ‘ছোট ব্যবসাবান্ধব সংগ্রহ’ যে’ টি হবে,
বিবেচনা করা হয়, সবদিক থেকে উন্নত ‘ছোট ব্যবসাবান্ধব সহায়তা’ যে’ টি হবে,
বিবেচনা করা হয়, সবদিক থেকে উন্নত ‘উৎকৃষ্ট ছোট ব্যবসা উদ্যোক্তা’ যে’জন হবেন,

এ ব্যবস্থা এখন ৪ বছরের পুরানো অভিজ্ঞতা সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে। লন্ডন নগরসহ লন্ডনের ৩৩টি বরো কাউন্সিলের ব্যবসাবান্ধব কৌশল ও পদ্ধতি সাধারণ মানুষকে দেখানোর জন্য এ আয়োজন এখন একটি স্বার্থক মঞ্চ। 

২০১৭ সালের মনোনয়ন পাবার দরখাস্তের শেষ তারিখ ১০ই ফেব্রুয়ারী।
আরো ব্যাপকভাবে জানতে হলে যোগাযোগ করুন:


ওয়ালথাম ফরেষ্টের নতুন নেতা

গেল সপ্তাহে কাউন্সিলর ‘ক্লেয়ার কগহিল’ ওয়ালথাম ফরেষ্ট বরো কাউন্সিলের লেবার গ্রুপের দলনেতা নির্বাচিত হয়েছেন। গেল বছর মে মাসে কাউন্সিলর ক্রিস রবিনস পদত্যাগ করায় ক্লেয়ার কগহিল তার স্থলাভিষিক্ত হলেন।

আরো জানতে দেখুন:


ইন্টারনেট সংযোগকে বেগবান করা

ইন্টারনেট সংযোগকে আরো বেগবান করা
ইন্টারনেট সংযোগকে কি করে আরো বেগবান করা যায় তাই দেখানোর জন্য আগামী ১৯শে জানুয়ারী সকাল ১০-৩০ মিনিটের সময় গিল্ডহলে একটি আয়োজন করা হয়েছে।

এটি কি জানতে হলে দেখুন:
অধিক তথ্যের জন্য যোগাযোগের নাম:- Jennifer Sibley জেনিফার সিবলি / jennifer.sibley@londoncouncils.gov.uk

ইউরোপীয়ান সোসাল ফান্ড

ইএসএফ নিয়োগ কর্মসূচী
‘ইউরোপীয়ান সোসিয়েল ফান্ড’ বা ইউরোপদেশীয় সামাজিক তহবিলের অনুদান পাবার জন্য আবেদনের সময় এখন। ‘লন্ডন কাউন্সিলস’ দরখাস্ত আহ্বান করছে। সেবা প্রদানকারী সংগঠন বা তাদের কোন অংশীদার এই দরখাস্ত করতে পারবেন। লন্ডনের মোট ৪টি বরো কাউন্সিল এই দরখাস্ত করতে পারবে। এ জন্য মোট তহবিল ১.১১ মিলিয়ন পাউন্ড। ৩১শে জানুয়ারী থেকে ৩১শে ডিসেম্বর ২০১৮ সাল সময়ের জন্য অর্থনৈতিকভাবে অকর্মন্য এবং দীর্ঘসময় নিয়ে কর্মহীন ব্যক্তিদের জন্য তাদের কাজ পাবার প্রতিবন্ধকতা দূর করতে এই সহায়তা দেয়া হয়।

এই দরখাস্তের শেষ তারিখ:- ২৩শে জানুয়ারী ২০১৭
এখানে টিপ দিন, দরখাস্ত পাওয়া যাবে:-

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT