মুক্তকথা সংগ্রহ।। মৌলভীবাজার, গত ১৭ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় সুধাংশু সোম(৫৮)নামে এক ব্যক্তি সৈয়ারপরস্থ শ্বসান ঘাট সংলগ্ন মনু নদীতে গোসল করতে নামার পর থেকে নিখোঁজ রয়েছেন। তাকে আর পাওয়া যায়নি। শহরের দমকল বাহিনীকে খবর দিলে, মৌলভীবাজার অগ্নী নির্বাপক বাহিনীর ডুবুরীদল মনু নদীতে অনেক খুঁজা খুঁজি করেও সুধাংসু সোমকে পায়নি।
স্বভাবতই প্রশ্ন জাগে, সত্যি কি সুধাংশু নদীতে গোসলের জন্য নেমেছিলেন? কে দেখেছে তাকে নদীতে নামতে। যদি নদীতে নেমে পানিতে ডুবে সুধাংশু মারা যান তা’হলে আজ হোক কাল হোক নদীর কোন না কোন প্রান্তে তার লাশ ভেসে উঠবে। আর যদি নদীতে তিনি না নেমে থাকেন তা’হলে নদীতে নামার কাহিনী কারা তৈরী করলেন এবং কেনো তৈরী করলেন?
জানা গেছে, নিখোঁজ সুধাংসু সোম এর বাড়ী সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের সাতহাল গ্রামে।
|