1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হাওরে মৎস খামারীদের দৌড়াত্ব বন্ধ, কাসিমপুরে পানিসেচ চালু ও খাল মেরামত দাবীতে মানববন্ধন - মুক্তকথা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

হাওরে মৎস খামারীদের দৌড়াত্ব বন্ধ, কাসিমপুরে পানিসেচ চালু ও খাল মেরামত দাবীতে মানববন্ধন

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪৩৮ পড়া হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভীবাজার মনু প্রকল্পের আওতাধীন কাউয়াদিঘী হাওরে মৎস খামারীদের দৌড়াত্ব বন্ধকরা এবং কাসিমপুরে পানিসেচন চালু রাখা ও খাল মেরামতের দাবিতে মানববন্ধন করেছে মনু নদীর সেচ প্রকল্পের আওতাভুক্ত শতাধিক চাষী।
সোমবার দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য দেন, মৌলভীবাজার সদর উপজেলা কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ রুমেন আলী, ইউপি সদস্য প্রদীপ চন্দ্র দেব, আলমগীর হোসেন, রকিব চৌধুরী, তাওহীদ ইসলাম, ছয়ফুল ইসলাম, সৈয়দ শাহেদ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা নিজেদের বোরো ধান উৎপাদনকারী চাষী পরিচয় দিয়ে বলেন, কাউয়াদিঘী হাওর জুড়ে মৎস্য খামারীদের আধিপত্য বিস্তৃত হয়ে এখন দৌরাত্মের রূপ নিয়েছে। তারা পাম্প হাউজ সংলগ্ন খালে বিভিন্ন ধরণের জাল ব্যবহার করে মৎস্য চাষ করায় স্বাভাবিক পানি প্রবাহে বাঁধার সৃষ্টি হচ্ছে। ফলে গত কয়েক বছর ধরে বোরো ধান হারানোর পাশাপাশি সারা বছর প্রকল্পের ভেতর পানি জমে থাকছে। পরে তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। তবে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগ সাংবাদিকদের বলে আসছে এবার হাওর থেকে মৌসুমের আগে পানি নিস্কাশন করায় অতিরিক্ত রোপা আমন চাষাবাদ হয়েছে। কিন্তু মানববন্ধন ও অভিযোগে কৃষকদের বাড়তি আমন চাষাবাদে প্রশ্ন তোলেছে।
হাওরের কৃত্রিম চলাবদ্ধতা তৈরির বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্ত্তী জানান, আমাদের কাজ পানি সেচ করা তাই আমরা পানি সেচ করছি। পাম্পও চালু রয়েছে। এ বিষয়টি প্রশাসন দেখবে।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT