অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে
ভবিষ্যতের এমপি প্রার্থী আব্দুল মান্নান
মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়নের দক্ষিণ বাড়ন্তি গ্রামের বকুল দেবনাথ এর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে গত সোমবার মধ্যরাতে ঘরে আগুন লেগে যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সঙ্গে মঙ্গলবার সকাল ১০টায় দেখা করতে যান মৌলভীবাজার-৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক জেলা আমীর মোঃ আব্দুল মান্নান। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য শুকনো খাবার ও কিছু আর্থিকভাবে সহযোগিতা করেন এবং আশ্বাস দেন সামর্থ্য অনুযায়ী পরবর্তীতে যতটুকু পারেন সহযোগিতা করবেন। দেশ ও প্রবাসীদেরকে অনুরোধ করেন উক্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান ঘরের সকল আসবাবপত্র ও ঘরে থাকা প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
![]() |
![]() |
এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি ইসমাইল আলী, কামালপুর ইউনিয়ন সভাপতি খালেদ সাইফুল্লাহ সহ আরো অনেক নেতৃবৃন্দ।
প্রাকৃতিক নৈসর্গের অপরূপ সৌন্দর্যের নীলাভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার হাইল হাওরে দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি করতে বাইক্কা বিলের অন্তর্গত হাইল হাওরে পোনা অবমুক্ত করেছে কাওয়া দিঘী হাওর রক্ষা আন্দোলন।
বুধবার দুপুরে হাইল হাওরের পশ্চিমাংশে পোনা অবমুক্ত করন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন।
![]() |
আরো উপস্থিত ছিলেন, পরিবেশ আন্দোলনের নেতা আসম সালেহ সোহেল, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন চৌধুরী, এম খসরু চৌধুরীসহ অন্যান উপকারভোগী এলাকাবাসী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাওরের জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্তকরণ অত্যন্ত জরুরি। এতে একদিকে যেমন দেশি প্রজাতির মাছ সংরক্ষণ হবে, অন্যদিকে হাওর কেন্দ্রিক জীবিকা নির্ভর জেলেদের অর্থনৈতিক অবস্থারও উন্নতি ঘটবে।