1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
অবৈধ বালু ব্যবসা, লাখ টাকা জরিমানা - মুক্তকথা
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্রমনপিপাসুদের উপচে পড়া ভিড়ে কমলগঞ্জ জামায়াত নেতার উপর দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলা এ সপ্তাহের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আগুন লাগিয়ে লাউয়াছড়া সংরক্ষিত বনের কয়েক একর ভূমি পুড়িয়ে দেয়া হয়েছে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তির দাবী প্রবাসী সংবর্ধনা, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ এবং চলচ্চিত্র বিষয়ক কর্মশালা প্রয়াত পিতার দান করা জায়গায় প্রতিষ্ঠা করেছেন নিজস্ব থিয়েটার স্টুডিও ‘নাটমন্ডপ’ পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্তির দাবিতে মানববন্ধন ধর্ষণ করতে না পারায় পূর্ণিমাকে হত্যা করা হয় ধর্ষনে ব্যর্থ হয়ে ১০ বছরের বালিকাকে হত্যা

অবৈধ বালু ব্যবসা, লাখ টাকা জরিমানা

মৌলবীবাজার সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ পড়া হয়েছে

মনূ নদে অবধৈভাবে বালু উত্তোলন:

৩ ব্যক্তিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের মনূ নদে অবধৈভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তিকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সেই সঙ্গে বালু উত্তোলন সামগ্রীর ড্রেজার মেশিন জব্ধ করা হয়েছে। গেল মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মৌলভীবাজার সদর উপজেলার মনূ নদের কামালপুর ইউনিয়নের নতুন ব্রীজ সংলগ্ন ইসলামপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন খবর পান সংশ্লিষ্টরা।

খবর পেয়ে মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় তহসিলদার বাঁধা দিলে তারা তা কর্ণপাত না করে বালু উত্তোলন করতে থাকে। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইসলামপুরে দুটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমনটি দেখতে পান।তাৎক্ষনিক বালু উত্তোলনে জড়িত থাকা মোঃ রকি হোসেন নামের একজনকে ২ লাখ টাকা জরিমানা করেন। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্ধ করা হয়।

সহকারী কমিশনার(ভূমি) সানজিদা আক্তার এ প্রতিবেদককে জানান, বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন নিলামে বিক্রি করা হবে। এদিকে বুধবার দিবাগত রাত ৯টায় মৌলভীবাজার সদর উপজেলার মনূ নদের সুমারাই ঘাটে অভিযান চালান জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাশ।

ঘটনাস্থলে গেলে তারা দেখতে পান, মনূ নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে লম্বা পাইপ লাগিয়ে গ্রামের একটি বাড়িতে বালু উত্তোলন করা হচ্ছে। এসময় বালু বিক্রেতা ও ক্রেতাদের বালু উত্তোলন ও ক্রয়ের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বললে তারা আর দেখাতে না পারায় অবৈধভাবে বালু উত্তোলনকারী রাজু মিয়াকে ১ লাখ টাকা ও বালু ক্রয়কারী রায়হান আহমকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বালু উত্তোলনে ব্যহহৃত ড্রেজার জব্ধ করে একজনের জিম্মায় রাখা হয়। এদিকে স্থানীয়রা জানিয়েছেন, মনূ নদে বৈধপথে যারা বালু উত্তোলন করে আসছেন, তারা শর্তে দেওয়া সীমানা লঙ্গন করে অন্য জায়গা থেকে ইচ্ছেমত বালু উত্তোলন করে আসছেন। এসব আইন ও শর্ত অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ইজারা বাতিলের জোর দাবী জানান তারা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT