আইনজীবী সুজন হত্যা মামলার আসামীকে
চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব
মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবী সুজন হত্যা মামলার আসামী সালমানকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ ও ৭। গত বুধবার গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং র্যাব-৭, চট্টগ্রাম এর একটি যৌথ আভিযানিক দল গত ১৩ মে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন জামাল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার সদর মডল থানার মামলা নং-১৫, (তারিখ-০৮/০৪/২০২৫ ধারা-৩০২/৩৪ পেনাল কোড,১৮৬)এর চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মোঃ সালমান মিয়া(১৭), পিতা- আলী হাসন, সাং- উত্তর মুলাইম, থানা- মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজার।
মামলার বিবরণে জানা যায়, গত ৬ এপ্রিল রাত ১১টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন কিশোর অপরাধী মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণের ফুচকা ও চটপটির দোকানের পাশ চেয়ারে বসে থাকা অবস্থায় কুপিয়ে হত্যা করে।
পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মৌলভীবাজার সদর মডল থানায় একটি হত্যা মামলা দায়র করন।
তিয়ানশি বাংলাদেশ কোম্পানী লিঃ এর ‘ড্রিমটাচ উইনিং প্রসেস গ্রুপে’র আয়োজনে মৌলভীবাজারে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের রেস্ট ইন চায়নিজ হোটেলের হলরুমে উদ্যোক্তা সম্মেলনে বক্তব্য দেন কোম্পানির সিটি লেবেল স্পিকার মোঃ নাসিম আহমেদ।
![]() |