“আন্তর্জাতিক ভাষা শিক্ষা, গবেষণা ও শিশুবিকাশ কেন্দ্র”, (“Center for International Language Studies and Research”) নামের একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠশালা প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৬ আগষ্ট সোমবার লণ্ডন নগরের কেমডেন শহরে বাঙ্গালী জনগোষ্ঠীর এক সভা অনুষ্ঠিত হয়। কেমডেন শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত উক্ত সভায় উপস্থিত সকলেই একমত হয়ে উপরোক্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহন করেন।”
সভায় লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠান ও সভার উদ্যোক্তা এডভোকেট সাংবাদিক হারুনূর রশীদ। ইংরেজীতে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রী বিলকিস এইচ রশীদ।
বিশ্ববিদ্যালয় ছাত্রী বাঙ্গালী বিলকিস এইচ রশীদ বলেন-“আমি খুব দুঃখ অনুভব করি এই ভেবে যে লণ্ডনে বসবাসকারী একটি শিক্ষিত রুচিশীল বাঙ্গালী পরিবারের সন্তান হয়ে আমি নিজের জাতীয় ভাষা বাংলা বলতে পারিনা। তবে নিজেদের গৃহভাষা সিলেটী বলতে পারি এজন্য কিছুটা স্বস্তিবোধ করি। বাংলা দেশের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সাথে অন্ততঃ যোগাযোগ রক্ষা করতে পারি।”
তিনি আরো বলেন-, “আমাদের মহান ভাষা বাংলাসহ প্রধান প্রধান আন্তর্জাতিক ভাষা যেগুলো শিখিয়ে আমাদের শিশুদের গড়ে তুলতে পারলে মোকাবেলাময় এ চলমান বিশ্বে নিজেদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবে; মাথা উঁচু করে চলতে পারবে, বিশ্বের মানুষকে নতুন আলোর দিশা দেখিয়ে জাতিকে গৌরবের আসনে বসাতে পারবে” এমন চিন্তা থেকেই আমাদের এ পাঠশালা ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার চিন্তা-ভাবনা নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনাদের সহযোগীতা আমাদের সফলতা বয়ে নিয়ে আসবে এমন কামনা করি।”
|