1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আমাদের নজরুল ভাই আর নেই - মুক্তকথা
সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০১:২২ অপরাহ্ন

আমাদের নজরুল ভাই আর নেই

লণ্ডন থেকে সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৫৫ পড়া হয়েছে

সহজ সরল জীবন যাপন ও মানুষের কল্যাণ কামনায় নিবেদিত প্রান
নজরুল ইসলামের জীবনাবসান


মহান স্রষ্টা যেভাবে রাজী আমরাও তাতেই রাজী। মৌলবীবাজার শহরের খ্যাতিমান দাবাখেলোড়ী, সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার, শান্তিবাগ জামে মসজিদের কার্যকরী সভাপতি, সাংবাদিক ও উকিল মোস্তাক আহমদ(মম) এর বিলেত প্রবাসী একমাত্র বড়ভাই, মৌলবীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৬৩ ব্যাচের কৃতিছাত্র(স্কুলজীবনে তিনি সবসময় ‘ফাস্টবয়’ ছিলেন), লণ্ডনের দারুল আমান মসজিদের ট্রাস্টী, লণ্ডন শিক্ষা কর্তৃপক্ষের(LEA) অবসরপ্রাপ্ত শিক্ষা কল্যাণ কর্মকর্তা ও শিক্ষক নজরুল ইসলাম-এমএসসি সম্মাননা, গত ২১ মার্চ শুক্রবার শেষ রাতের দিকে লণ্ডনের মার্টিন/ওয়ান্ডসওয়ার্থ এলাকার নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন। মৃত‍‍্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও দুই সুযোগ্য কন‍্যাসহ অসংখ‍্য সুভানুধ‍্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সচরাচরের মত ২১মার্চ তারাবি নামাজ শেষে বিছানায় যান। রাতের শেষ দিকে রোজা রাখার জন্য খাওয়ার নিমিত্তে কন্যারা তাকে ঘুম থেকে উঠাতে গিয়ে দেখেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে জীবনের অবসান ঘটিয়ে হাসিমাখা মুখে বিছানায় ঘুমিয়ে আছেন।
উল্লেখ্য, প্রয়াত নজরুল ইসলাম মৌলবীবাজার শহরের শান্তিবাগ এলাকার একজন স্থায়ী বাসিন্দা ছিলেন। উকিল মোস্তাক আহমদ(মম) তার আপন ছোট ভাই।

তার দুই কন্যার একজন বৃটেনের “জাতীয় স্বাস্থ্য সেবা(এন এইচ এস)” এর একজন ডাক্তারী যন্ত্রবিদ ও ওপরজন মানষিক স্বাস্থ্যের মনস্তাত্ত্বিক থেরাপিস্ট হিসেবে কাজে নিয়োজিত আছেন।

নজরুল ইসলামের মৃত্যুতে তার সহপাঠী লণ্ডনে বাংলাদেশের অবসরপ্রাপ্ত হাইকমিশনার জনাব গিয়াস উদ্দীন মনির গভীর দুঃখ শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

প্রয়াতের জানাজার নামাজ আগামীকাল ২৯ মার্চ শনিবার দারুল আমান মসজিদে জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে। মসজিদের ঠিকানা নিম্নে দেয়া হলো।


জানাজার বিস্তারিত বিবরণ:-

শনিবার ২৯মার্চ ২০২৫
সময়: বেলা ১০:৩০ ঘটিকা
স্থান: দারুল আমান মসজিদ,
54 Merton High Street,
Sw19 1DH South Wimbledon.
সেইন্সবারি কারপার্ক(SW19 1DD)এ পার্কিং পাওয়া যাবে।


জানাজার পর পরই, এসএম৪ ৪এনডব্লিউ লোয়ার মর্ডেন, গার্ত রোডের মার্টন এবং সাট্টন সিমেটারীতে(Merton and Sutton Cemetery, Garth Road, Lower Morden SM4 4NW) সমাধিস্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT