মুক্তকথা সংবাদকক্ষ॥ বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন বলেছেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা নিরাপদ এবং ভাল কাজ করছে। জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক সহ ইউরোপের বেশকিছু দেশ রক্ত জমাট বাঁধার অভিযোগে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ স্থগিত করেছে। এরই প্রেক্ষিতে বরিস ও নিকোলা এ বক্তব্য রাখেন। হাস্যকর হলেও বৃটেনের ক্ষমতাসীন রক্ষণশীল দল অভিযোগ করেছে, ব্রেক্সিটের প্রতিশোধ নিতেই না-কি ব্রাসেলস এমন অভিযোগ উত্থাপন করেছে। এদিকে, ইউরোপিয় ইউনিয়ন রাশিয়ায় তৈরি স্পুটনিক-৫ টিকা অনুমোদন দেয়ার জন্য রিভিউ করছে। অনলাইন ডেইলি মেইল লিখেছে, এই টিকা নিয়ে ইতালি, স্পেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে চুক্তি হয়েছে বলে ঘোষণা দিয়েছেন রাশিয়ার কর্মকর্তা কিরিল দমিত্রিয়েভ। আর প্রধানমন্ত্রী জনসন অ্যাস্ট্রাজেনেকার টিকাকে নিরাপদ এবং কার্যকর হিসেবে ঘোষণা দিয়েছেন। |